BN/Prabhupada 0107 - আবার কোন জড় শরীর গ্রহণ করবেন না: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0107 - in all Languages Category:BN-Quotes - 1974 Category:BN-Quotes - L...")
 
No edit summary
 
Line 7: Line 7:
[[Category:BN-Quotes - in India]]
[[Category:BN-Quotes - in India]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|French|FR/Prabhupada 0106 - Atteignez directement Krishna par l'ascenseur de la bhakti|0106|FR/Prabhupada 0108 - L’impression et la traduction doivent continuer|0108}}
{{1080 videos navigation - All Languages|Bengali|BN/Prabhupada 0106 - কৃষ্ণ থেকে সরাসরি ভক্তির অগ্রগতির ধাপ গ্রহণ করুন|0106|BN/Prabhupada 0108 - ছাপা এবং অনুবাদ চালিয়ে যেতে হবে|0108}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 18: Line 18:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|wNrA9UAjbc0|আবার কোন উপাদান শরীরকে স্বীকার করবেন না<br />- Prabhupāda 0107}}
{{youtube_right|wNrA9UAjbc0|আবার কোন জড় শরীর গ্রহণ করবেন না<br />- Prabhupāda 0107}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


Line 30: Line 30:


<!-- BEGIN TRANSLATED TEXT -->
<!-- BEGIN TRANSLATED TEXT -->
এটা ধনী শরীর বা দরিদ্র শরীর কিনা তা কোন ব্যাপার না। প্রত্যেকেরই জীবনের তিনগুণ খারাপ অবস্থার সম্মুখীন হতে হয়। যখন টাইফয়েড থাকে, তখন এটি বৈষম্য করে না যে "এখানে একটি ধনী শরীর রয়েছে। আমি তাকে কম কষ্ট দিব।" না। যখন টাইফয়েড থাকে, তখন আপনার শরীর ধনী বা দরিদ্র হোক, আপনাকে একই ব্যথা ভোগ করতে হবে। যখন আপনি আপনার মা গর্ভের মধ্যে থাকেন, আপনাকে একই ব্যথা ভোগ করতে হবে, আপনি রাণীর গর্ভ বা মুচির স্ত্রীর গর্ভ যেখানেই হোন। যে  কোন পরিস্থিতিতে কিন্তু তারা জানে না। জন্ম,মৃত্যু,জড়া। অনেক কষ্ট আছে জন্মের প্রক্রিয়াতে। জন্ম, মৃত্যু ও বার্ধক্যজনিত প্রক্রিয়ায় অনেক কষ্ট আছে। একজন ধনী ব্যক্তি বা দরিদ্র মানুষ, আমরা যখন বৃদ্ধ হয়েছি, তখন আমাদেরকে অনেক দুর্বলতা ভোগ করতে হয়েছে। তেমনি, জন্ম,মৃত্যু,জড়া,ব্যাধি ([[Vanisource:BG 13.9|ভ.গী. ১৩.৯]]) জড়া, জড়া এবং ব্যাধি, মৃত্যু। তাই আমরা এই জড় শরীরের কষ্ট সম্পর্কে সচেতন নয়। শাস্ত্র বলছে , "কোন জড় শরীর আবার গ্রহণ করবেন না।" ন সাধু মন্যেঃ "এটা ভাল না, আপনি বার বার এই জড় শরীর পেয়ে থাকেন।" ন সাধু মন্যে যত আত্মনো। আত্মনো, আত্মা এই উপাদান শরীরের মধ্যে খাঁচা বন্ধি হয়। যতো আত্ময়ো, অসন্ন অপি। যদিও অস্থায়ী , আমি এই শরীর পেয়েছি। ক্লেশদ আসো দেহঃ তাই যদি আমরা অন্য জড় শরীর পাওয়ার এই দুঃখজনক অবস্থা বন্ধ করতে চাই, তারপর আমাদের অবশ্যই জানতে হবে কর্ম কি, বিকর্ম কি, এটি কৃষ্ণের প্রস্তাব। কর্মণো হ্যপি বোদ্ধব্যং বোদ্ধব্যং চ বিকর্মণঃ অকর্মনশ্চ বোদ্ধব্যং। অকর্ম মানে কোন প্রতিক্রিয়া নেই। প্রতিক্রিয়া। কর্ম, যদি আপনি ভাল কাজ করেন, তবে এটি প্রতিক্রিয়া পেয়েছে। এটি চমৎকার শরীর, চমৎকার শিক্ষা, চমৎকার পরিবার, চমৎকার ধনী। এটিও চমৎকার। আমরা এটা চমৎকার হিসাবে নি। আমরা স্বর্গীয় গ্রহের দিকে যেতে চাই। কিন্তু তারা জানে না যে, স্বর্গীয় গ্রহের মধ্যেও জন্ম-মৃত্যু-জড়া-ব্যাধি আছে। অতএব কৃষ্ণ সুপারিশ না যে আপনি স্বর্গীয় শরীর যান। তিনি বলেছেন, আ ব্রহ্ম ভুবনো লোকা পুনবর্তিন অর্জুন ([[Vanisource:BG 8.16|ভ.গী ৮.১৬]]) এমনকি যদি আপনি ব্রহ্মলোকেও যান, তবুও, জন্ম পুনরাবৃত্তি এবং ... যৎ গত্বান ন নিবর্ততে তৎ ধাম পরমম মম ([[Vanisource:BG 15.6|ভ.গী.১৫.৬]]) যৎ গত্বান নিবর্ততে। কিন্তু আমরা জানি না যে একটি ধর্ম আছে। যদি আমরা যেভাবেই হোক, আমাদেরকে ধর্মে উন্নীত করতে পারি। তাহলে ন নিবর্তন্তে, যৎ গত্বান ন নিবর্ততে তৎ ধাম পরমম মম। অন্য জায়গায় বলা হয়েছে,  ত্যত্ত্বা দেহং পুনর জন্ম নৈতি মামেতি ([[Vanisource:BG 4.9|ভ.গী.৪.৯]]) তাই মানুষের কাছে কোন তথ্য নেই যে কৃষ্ণ অথবা সর্বচ্চো ভগবান। তিনি তার স্থান পেয়েছেন এবং যেকেউ যেতে পারেন। কিভাবে একজন যেতে পারেন? যান্তি দেবব্রতা দেবান পিতৃন যান্তি পিতৃব্রতাঃভুতানি যান্তি ভূতেজ্যা যান্তি মদযাজিনোহপি মাম ([[Vanisource:BG 9.25|ভ.গী.৯.২৫]]) "যদি কেউ আমার উপাসনার প্রতি উৎসর্গীকৃত হয়, আমার ব্যবসা, ভক্তি-যোগ, সে আমার কাছে আসে।" অন্য জায়গায় তিনি বলেছেন, ভক্তা মাং অভিজানাতি যাবান যস্যাস্মি ([[Vanisource:BG 18.55|ভ.গী. ১৮.৫৫]]) ণআমাদের একমাত্র কাজ হল কৃষ্ণকে বোঝা, যজ্ঞার্থে কর্ম। এটা অকর্ম। এখানে বলা হয়, অকর্ম্ণ, অকর্মণ্যহপি বোদ্ধব্যং, অকর্মণশ্চ বোদ্ধব্যং। অকর্ম মানে প্রতিক্রিয়া ছাড়াই। এখানে, যদি আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাজ করি, তবে প্রতিক্রিয়া হচ্ছে .... যেমন একজন সৈনিক হত্যা করছে। তিনি স্বর্ণপদক পাচ্ছেন। একই সৈনিক, যখন ঘরে আসে, যদি তিনি একজনকে হত্যা করেন, তবে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। কেন? তিনি আদালতে বলতে পারেন, "স্যার, যখন আমি যুদ্ধক্ষেত্রে লড়াই করছিলাম, তখন আমি অনেককে হত্যা করলাম। আমি স্বর্ণপদক পেয়েছিলাম। এবং কেন আপনি এখন আমাকে ফাঁসিতে ঝুলাচ্ছেন? " "কারণ আপনি আপনার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাজ করেছেন। এবং ওইটা আপনি সরকারী অনুমোদনের পর করেছেন। " অতএব যেকোনো কর্ম, যদি আপনি এটি কৃষ্ণের সন্তুষ্টির জন্য করেন, তবে এটি অকর্ম,এটির কোন প্রতিক্রিয়া নেই। কিন্তু যদি আপনি আপনার নিজস্ব ইন্দ্রিয় তৃপ্তির জন্য কিছু করেন তবে আপনাকে তার ভাল বা খারাপ ফল ভোগ করতে হবে। তাই কৃষ্ণ বলেছেন, কর্মণোহপি বোদ্ধব্যং , বোদ্ধব্যং চ বিকর্মণঃ অকর্মণ্যশ্চ বোদ্ধব্যং জ্ঞানা কর্মণ্য গতিঃ আপনার কি ধরনের কাজ করা উচিত বুঝতে পারা খুব কঠিন। অতএব আমাদেরকে গুরু থেকে ,কৃষ্ণের থেকে, শাস্ত্র থেকে নির্দেশনা নিতে হবে। তারপর আমাদের জীবন সফল হবে। আপনাকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।  
এটা ধনী শরীর হোক কিংবা গরীব শরীর, সেটা কোন ব্যাপার না। প্রত্যেককেই জীবনের তিন ধরণের ক্লেশের মধ্য দিয়ে যেতে হয়। যখন টাইফয়েড হয়, তখন এটি বৈষম্য করে না যে "এটি একটি ধনী শরীর। আমি এটিকে কম কষ্ট দিব।" না। যখন টাইফয়েড হয়, তখন তোমার শরীরটা ধনী হোক কিংবা দরিদ্র, একই কষ্ট ভোগ করতে হবে। যখন তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে থাক, তোমাকে একই কষ্ট ভোগ করতে হবে, তুমি রাণীর গর্ভ কিংবা মুচির স্ত্রীর গর্ভ, যেখান থেকেই আসো না কেন। ওটা বদ্ধ অবস্থা... কিন্তু তারা জানে না। জন্ম,মৃত্যু,জরা। অনেক কষ্ট আছে জন্মের প্রক্রিয়াতে। জন্ম, মৃত্যু ও বার্ধক্য জনিত প্রক্রিয়ায় অনেক কষ্ট আছে। একজন ধনী ব্যক্তি কিংবা একজন দরিদ্র ব্যাক্তি, আমরা যখন বৃদ্ধ হয়ে যাই, তখন আমাদেরকে বৃদ্ধাবস্থা থেকে অনেক কষ্ট  পেতে হয়।
 
তেমনি, জন্ম,মৃত্যু,জরা,ব্যাধি ([[Vanisource:BG 13.8-12 (1972)|ভ.গী. ১৩.৯]]) জরা, জরা এবং ব্যাধি, আর মৃত্যু। সুতরাং,  আমরা এই জড় শরীরের কষ্ট সম্পর্কে সচেতন নই। শাস্ত্র বলছে, "আর কোন জড় শরীর গ্রহণ করো না।" ন সাধু মন্যেঃ "এটা ভাল না, আপনি বার বার এই জড় শরীর গ্রহণ করছেন।" ন সাধু মন্যে যত আত্মনো। আত্মনো, আত্মা এই জড় শরীরের মধ্যে বদ্ধ। যতো আত্মনোঃ, যয়ম অসন্ন অপি। যদিও অস্থায়ী, আমি এই শরীর পেয়েছি। ক্লেশদ আস দেহঃ তাই যদি আমরা আরেকটি জড় দেহ ধারনের এই যন্ত্রণাদায়ক অবস্থা বন্ধ করতে চাই, তাহলে আমাদের অবশ্যই জানতে হবে কর্ম কি, বিকর্ম কি, এটি কৃষ্ণের প্রস্তাব। কর্মণো হ্যপি বোদ্ধব্যং বোদ্ধব্যং চ বিকর্মণঃ অকর্মনশ্চ বোদ্ধব্যং। অকর্ম মানে কোন প্রতিক্রিয়া নেই। প্রতিক্রিয়া। কর্ম, যদি তুমি ভাল কাজ কর, তবে এটির একটি প্রতিক্রিয়া হবে। সুন্দর শরীর, সুশিক্ষা, সমৃদ্ধ পরিবার, ঐশ্বর্য্য ইত্যাদি। এটিও ভাল। আমরা এটাকে ভাল হিসাবে নিই। আমরা স্বর্গে যেতে চাই। কিন্তু তারা জানে না যে, এমনকি স্বর্গেও জন্ম-মৃত্যু-জরা-ব্যাধি আছে। অতএব কৃষ্ণ দেবশরীর লাভ করার পরামর্শ দেন না। তিনি বলেছেন, আব্রহ্ম ভুবনাল্লোকাঃ পুনরাবর্তিন অর্জুন ([[Vanisource:BG 8.16 (1972)|ভ.গী ৮.১৬]])এমনকি যদি তুমি ব্রহ্মলোকেও যাও, তবুও, জন্ম মর্ত্যুর পুনরাবৃত্তি আছে এবং ... যৎ গত্বা ন নিবর্ততে তৎ ধাম পরমম্‌ মম ([[Vanisource:BG 15.6 (1972)|ভ.গী.১৫.৬]]) যৎ গত্বা নিবর্তন্তে। কিন্তু আমরা জানি না যে এরকম ধাম রয়েছে। যেকোনো ভাবেই হোক, আমরা যদি নিজেদের সেই ধামে উন্নীত করতে পারি, তাহলে ন নিবর্তন্তে, যৎ গত্বা ন নিবর্ততে তৎ ধাম পরমম্‌ মম। অন্য জায়গায় বলা হয়েছে,  ত্যত্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি ([[Vanisource:BG 4.9 (1972)|ভ.গী. ৪.৯]])  
 
তাই মানুষের কাছে শ্রীকৃষ্ণ বা পরমেশ্বর ভগবান সন্মন্ধে কোন জ্ঞান নেই, তার নিজস্ব বাসস্থান রয়েছে এবং সেখানে যে কেউ যেতে পারে। কিভাবে যেতে পারে? যান্তি দেবব্রতা দেবান্‌ পিতৃন্‌ যান্তি পিতৃব্রতাঃ ভুতানি যান্তি ভূতেজ্যা যান্তি মদ্‌যাজিনোহপি মাম্‌ ([[Vanisource:BG 9.25 (1972)|ভ.গী.৯.২৫]])  
 
"যদি কেউ আমার ভক্তিতে স্থিত হয়, তাহলে সে আমার কাছে আসে।" অন্য জায়গায় তিনি বলেছেন, ভক্ত্যা মামভিজানাতি যাবান যশ্চাস্মি ([[Vanisource:BG 18.55 (1972)|ভ.গী. ১৮.৫৫]])  
 
আমাদের একমাত্র কাজ হল শ্রীকৃষ্ণকে জানা, যজ্ঞার্থে কর্ম। এটা অকর্ম। বলা হয়েছে, অকর্মণ, অকর্মণ্যহপি বোদ্ধব্যং, অকর্মণশ্চ বোদ্ধব্যং। অকর্ম মানে কোন প্রতিক্রিয়া না হওয়া। যদি আমরা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাজ করি, তবে প্রতিক্রিয়া হবে.... যেমন একজন সৈনিক যদি হত্যা করে। তবে সে স্বর্ণপদক পাচ্ছে। সেই সৈনিক, যদি ঘরে একজনকে হত্যা করে, তবে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। কেন? সে আদালতে বলতে পারে, "স্যার, যখন আমি যুদ্ধক্ষেত্রে লড়াই করছিলাম, তখন আমি অনেক শ্ত্রূকে হত্যা করেছি। আমি স্বর্ণপদক পেয়েছিলাম। তাহলে এখন কেন আপনি আমাকে ফাঁসিতে ঝুলাচ্ছেন?" "কারণ তুমি তোমার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাজ করেছো। আর ঐটা তুমি সরকারী অনুমোদনে করেছো। "  
 
অতএব যেকোনো কর্ম, যদি তুমি এটি কৃষ্ণের সন্তুষ্টির জন্য কর, তবে এটি অকর্ম, এটির কোন প্রতিক্রিয়া নেই। কিন্তু যদি তুমি তোমার নিজস্ব ইন্দ্রিয় তৃপ্তির জন্য কিছু কর, তবে তোমাকে তার ভাল বা খারাপ ফল ভোগ করতে হবে। তাই শ্রীকৃষ্ণ বলেছেন,  
 
:কর্মণোহপি বোদ্ধব্যং,  
 
:বোদ্ধব্যং চ বিকর্মণঃ  
 
:অকর্মণ্যশ্চ বোদ্ধব্যং  
 
:গহনা কর্মণ্য গতিঃ  
 
:([[Vanisource:BG 4.17 (1972)|ভ.গী. 4.17]])
 
এটা বুঝতে পারা খুব কঠিন যে, তোমার কি ধরনের কাজ করা উচিত। অতএব আমাদেরকে গুরু, কৃষ্ণ এবং শাস্ত্র থেকে নির্দেশনা প্রাপ্ত হতে হবে। তাহলে আমাদের জীবন সফল হবে। অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।  
<!-- END TRANSLATED TEXT -->
<!-- END TRANSLATED TEXT -->

Latest revision as of 16:28, 2 December 2021



Lecture on BG 4.17 -- Bombay, April 6, 1974

এটা ধনী শরীর হোক কিংবা গরীব শরীর, সেটা কোন ব্যাপার না। প্রত্যেককেই জীবনের তিন ধরণের ক্লেশের মধ্য দিয়ে যেতে হয়। যখন টাইফয়েড হয়, তখন এটি বৈষম্য করে না যে "এটি একটি ধনী শরীর। আমি এটিকে কম কষ্ট দিব।" না। যখন টাইফয়েড হয়, তখন তোমার শরীরটা ধনী হোক কিংবা দরিদ্র, একই কষ্ট ভোগ করতে হবে। যখন তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে থাক, তোমাকে একই কষ্ট ভোগ করতে হবে, তুমি রাণীর গর্ভ কিংবা মুচির স্ত্রীর গর্ভ, যেখান থেকেই আসো না কেন। ওটা বদ্ধ অবস্থা... কিন্তু তারা জানে না। জন্ম,মৃত্যু,জরা। অনেক কষ্ট আছে জন্মের প্রক্রিয়াতে। জন্ম, মৃত্যু ও বার্ধক্য জনিত প্রক্রিয়ায় অনেক কষ্ট আছে। একজন ধনী ব্যক্তি কিংবা একজন দরিদ্র ব্যাক্তি, আমরা যখন বৃদ্ধ হয়ে যাই, তখন আমাদেরকে বৃদ্ধাবস্থা থেকে অনেক কষ্ট পেতে হয়।

তেমনি, জন্ম,মৃত্যু,জরা,ব্যাধি (ভ.গী. ১৩.৯) জরা, জরা এবং ব্যাধি, আর মৃত্যু। সুতরাং, আমরা এই জড় শরীরের কষ্ট সম্পর্কে সচেতন নই। শাস্ত্র বলছে, "আর কোন জড় শরীর গ্রহণ করো না।" ন সাধু মন্যেঃ "এটা ভাল না, আপনি বার বার এই জড় শরীর গ্রহণ করছেন।" ন সাধু মন্যে যত আত্মনো। আত্মনো, আত্মা এই জড় শরীরের মধ্যে বদ্ধ। যতো আত্মনোঃ, যয়ম অসন্ন অপি। যদিও অস্থায়ী, আমি এই শরীর পেয়েছি। ক্লেশদ আস দেহঃ তাই যদি আমরা আরেকটি জড় দেহ ধারনের এই যন্ত্রণাদায়ক অবস্থা বন্ধ করতে চাই, তাহলে আমাদের অবশ্যই জানতে হবে কর্ম কি, বিকর্ম কি, এটি কৃষ্ণের প্রস্তাব। কর্মণো হ্যপি বোদ্ধব্যং বোদ্ধব্যং চ বিকর্মণঃ অকর্মনশ্চ বোদ্ধব্যং। অকর্ম মানে কোন প্রতিক্রিয়া নেই। প্রতিক্রিয়া। কর্ম, যদি তুমি ভাল কাজ কর, তবে এটির একটি প্রতিক্রিয়া হবে। সুন্দর শরীর, সুশিক্ষা, সমৃদ্ধ পরিবার, ঐশ্বর্য্য ইত্যাদি। এটিও ভাল। আমরা এটাকে ভাল হিসাবে নিই। আমরা স্বর্গে যেতে চাই। কিন্তু তারা জানে না যে, এমনকি স্বর্গেও জন্ম-মৃত্যু-জরা-ব্যাধি আছে। অতএব কৃষ্ণ দেবশরীর লাভ করার পরামর্শ দেন না। তিনি বলেছেন, আব্রহ্ম ভুবনাল্লোকাঃ পুনরাবর্তিন অর্জুন (ভ.গী ৮.১৬)। এমনকি যদি তুমি ব্রহ্মলোকেও যাও, তবুও, জন্ম মর্ত্যুর পুনরাবৃত্তি আছে এবং ... যৎ গত্বা ন নিবর্ততে তৎ ধাম পরমম্‌ মম (ভ.গী.১৫.৬) যৎ গত্বা ন নিবর্তন্তে। কিন্তু আমরা জানি না যে এরকম ধাম রয়েছে। যেকোনো ভাবেই হোক, আমরা যদি নিজেদের সেই ধামে উন্নীত করতে পারি, তাহলে ন নিবর্তন্তে, যৎ গত্বা ন নিবর্ততে তৎ ধাম পরমম্‌ মম। অন্য জায়গায় বলা হয়েছে, ত্যত্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি (ভ.গী. ৪.৯)

তাই মানুষের কাছে শ্রীকৃষ্ণ বা পরমেশ্বর ভগবান সন্মন্ধে কোন জ্ঞান নেই, তার নিজস্ব বাসস্থান রয়েছে এবং সেখানে যে কেউ যেতে পারে। কিভাবে যেতে পারে? যান্তি দেবব্রতা দেবান্‌ পিতৃন্‌ যান্তি পিতৃব্রতাঃ ভুতানি যান্তি ভূতেজ্যা যান্তি মদ্‌যাজিনোহপি মাম্‌ (ভ.গী.৯.২৫)

"যদি কেউ আমার ভক্তিতে স্থিত হয়, তাহলে সে আমার কাছে আসে।" অন্য জায়গায় তিনি বলেছেন, ভক্ত্যা মামভিজানাতি যাবান যশ্চাস্মি (ভ.গী. ১৮.৫৫)

আমাদের একমাত্র কাজ হল শ্রীকৃষ্ণকে জানা, যজ্ঞার্থে কর্ম। এটা অকর্ম। বলা হয়েছে, অকর্মণ, অকর্মণ্যহপি বোদ্ধব্যং, অকর্মণশ্চ বোদ্ধব্যং। অকর্ম মানে কোন প্রতিক্রিয়া না হওয়া। যদি আমরা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাজ করি, তবে প্রতিক্রিয়া হবে.... যেমন একজন সৈনিক যদি হত্যা করে। তবে সে স্বর্ণপদক পাচ্ছে। সেই সৈনিক, যদি ঘরে একজনকে হত্যা করে, তবে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। কেন? সে আদালতে বলতে পারে, "স্যার, যখন আমি যুদ্ধক্ষেত্রে লড়াই করছিলাম, তখন আমি অনেক শ্ত্রূকে হত্যা করেছি। আমি স্বর্ণপদক পেয়েছিলাম। তাহলে এখন কেন আপনি আমাকে ফাঁসিতে ঝুলাচ্ছেন?" "কারণ তুমি তোমার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাজ করেছো। আর ঐটা তুমি সরকারী অনুমোদনে করেছো। "

অতএব যেকোনো কর্ম, যদি তুমি এটি কৃষ্ণের সন্তুষ্টির জন্য কর, তবে এটি অকর্ম, এটির কোন প্রতিক্রিয়া নেই। কিন্তু যদি তুমি তোমার নিজস্ব ইন্দ্রিয় তৃপ্তির জন্য কিছু কর, তবে তোমাকে তার ভাল বা খারাপ ফল ভোগ করতে হবে। তাই শ্রীকৃষ্ণ বলেছেন,

কর্মণোহপি বোদ্ধব্যং,
বোদ্ধব্যং চ বিকর্মণঃ
অকর্মণ্যশ্চ বোদ্ধব্যং
গহনা কর্মণ্য গতিঃ
(ভ.গী. 4.17)

এটা বুঝতে পারা খুব কঠিন যে, তোমার কি ধরনের কাজ করা উচিত। অতএব আমাদেরকে গুরু, কৃষ্ণ এবং শাস্ত্র থেকে নির্দেশনা প্রাপ্ত হতে হবে। তাহলে আমাদের জীবন সফল হবে। অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।