BN/Prabhupada 1049 - গুরু মানে ভগবানের বিশ্বস্ত সেবক। এই হচ্ছে গুরু

Revision as of 11:27, 27 September 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Bengali Pages - 207 Live Videos Category:Prabhupada 1049 - in all Languages Categor...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


750712 - Lecture SB 06.01.26-27 - Philadelphia

গুরু মানে ভগবানের বিশ্বস্ত সেবক। এই হচ্ছে গুরু রাজনীতিবিদ অথবা যাকে বলে নেতা, অন্ধ, তারা তোমাকে কথা দিবে যে "এই উপায়ে তুমি সুখী হবে। তুমি আমাকে ভোট দাও, আর আমি তোমাকে স্বর্গ এনে দিব, আমাকে মন্ত্রী বানাও। এই হচ্ছে... তুমি শুধু অপেক্ষা কর, যেই মাত্র আমি মন্ত্রী আর প্রেসিডেন্ট হবো, আমি তোমাকে এই এই সুবিধা দিব।" তো তুমি মিঃ নিক্সনকে নির্বাচিত করলে, এবং পুনরায় তুমি হতাশাগ্রস্থ হলে। তখন আমরা অনুরোধ করছি, "মিঃ নিক্সন, আপনি নেমে যান," এরপর আমরা আরেকটা বোকাকে নির্বাচিত করলাম। এভাবেই চলছে। কিন্তু শাস্ত্র বলছে এভাবে তুমি সঠিক তথ্য পাবে না। এই সমস্ত মূর্খ মানুষেরা, তারা তোমাদের কোন একটা বিষয়ে কথা দিবে, কিন্তু পরে আর তারা তোমাদের সুখী করতে পারবে না। তুমি আবারো হতাশাগ্রস্থ হবে, আবার অনুতাপ করবে। তাহলে কোথা থেকে আমি সঠিক তথ্য পেতে পারি? তাই বেদ বলছে, তদ্বিজ্ঞানার্থং স গুরুমেবাভিগচ্ছেৎ (মুণ্ডক উপনিষদ ১.২.১২) "তুমি যদি সঠিক তথ্য চাও, তাহলে গুরুদেবের কাছে যাও।" আর গুরু কে? শ্রীচৈতন্য মহাপ্রভু এটা ব্যাখ্যা করেছেন যে, আমার আজ্ঞায় গুরু হইয়া তার' এই দেশ (চৈচ মধ্য ৭.১২৮)। তিনি বলেছেন, "তুমি শুধু আমার আজ্ঞা পালন কর।" গুরু মানে যিনি শ্রীকৃষ্ণের আদেশ বহন করেন। শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ। আর যিনি শ্রীকৃষ্ণের সেবক তিনি হচ্ছেন গুরু। যে ভগবানের আদেশ পালন করে না, সে কখনও গুরু হতে পারে না। তাই তোমাকে খুঁজতে হবে... কারণ আমাদের প্রত্যেকেই হচ্ছি গাধা, আমরা জানি না আমাদের প্রকৃত স্বার্থ কি, কেউ এসে বলল, "আমি হচ্ছি গুরু।" "তুমি কিভাবে গুরু হলে?" "না, আমি নিজে নিজেই দক্ষ। আমার কোন বই পড়ার প্রয়োজন নেই, আমি তোমাদেরকে আশীর্বাদ করতে এসেছি।" (হাসি) আর এইসমস্ত মূর্খ বদমাশরা জানে না যে, "কিভাবে গুরু হওয়া যায়?" যদি সে শাস্ত্র কিংবা পরম কর্তৃপক্ষ শ্রীকৃষ্ণকে অনুসরণ না করে, তাহলে সে কিভাবে গুরু হতে পারে? কিন্তু তারা তাকেই গুরু হিসেবে গ্রহণ করে,

আর এই ধরণের গুরুগিরিই চলছে। কিন্তু তোমাদের জানা উচিত যে, গুরু মানে যিনি ভগবানের আদেশ বহন করেন। তিনি হচ্ছেন গুরু। যদি কোন বদমাশ মনগড়া কোন কিছু বানায় তবে সে গুরু নয়। তৎক্ষণাৎ তাকে পদাঘাত করে বের করে দাও, তৎক্ষণাৎ, "সে একটি বদমাশ। সে গুরু নয়।" গুরু হচ্ছেন তিনি, শ্রীচৈতন্য মহাপ্রভু যেমনটি বলেছেন, "আমার আজ্ঞায় গুরু হইয়া (চৈচ মধ্য ৭.১২৮)। গুরু মানে ভগবানের বিশ্বস্ত সেবক। এই হচ্ছে গুরু। সুতরাং প্রথমেই তোমাকে এটি পরীক্ষা করে নিতে হবে যে "আপনি কি ভগবানের বিশ্বস্ত সেবক?" যদি সে বলে, "না, আমিই ভগবান," ওহ্‌, তার মুখের মধ্যে এখনই লাথি মার। (হাসি) তৎক্ষণাৎ তাকে লাথি মার, যে "আপনি একটা ভণ্ড। আপনি আমাদের সাথে প্রতারনা করতে এসেছেন।" কারণ পরীক্ষাটি এখানেই হয়ে যাচ্ছে যে, গুরু মানে ভগবানের বিশ্বস্ত সেবক, সহজ। এই বিষয়ে তোমার বিশদ ব্যাখ্যার প্রয়োজন নেই যে গুরু কে। সুতরাং বৈদিক জ্ঞান তোমাদেরকে নির্দেশ দিচ্ছে যে তদ্বিজ্ঞানার্থং। তুমি যদি পারমার্থিক বিজ্ঞান সম্পর্কে জানতে চাও তদ্বিজ্ঞানার্থং স গুরুমেবাভিগচ্ছেৎ (মুণ্ডক উপনিষদ ১.২.১২)। তোমাকে অবশ্যই গুরুর কাছে যেতে হবে। আর গুরু কে? গুরু মানে যিনি ভগবানের বিশ্বস্ত সেবক। খুব সহজ ব্যাপার।