"তো তুমি করো শত্রু নও, তুমি সকলের বন্ধু, কারণ আমরা সঠিক পথ প্রদর্শন করছি। শ্রীকৃষ্ণকে বা ভগবানকে ভালোবাসার চেষ্টা করো। সেটিই সব। তোমার যদি নিজস্ব কোন পন্থা থাকে, সেটা করো। অন্যথায় আমাদের কাছে এসো। এটি শিখো। একজন অবজ্ঞা করতে যাবে কেন? নিচাদ অপি উত্তমাম স্ত্রী-রত্নং দুষ্কুলাদ অপি (নীতি দর্পণ ১/১৬)। চাণক্য পণ্ডিত বলেছেন যে, তোমাকে যেকোন উৎস থেকেই সঠিক জিনিসটি তুলে নিতে হবে। এটি কোন ব্যাপার না। তিনি উদাহরণ দিয়েছেন: বিষাদ অপি অমৃতম গ্রাহ্যম। কোন পাত্রে যদি বিষ থাকে, কিন্তু সেই পাত্রের উপরে যদি কিছু অমৃত থাকে, তুমি সেটি তুলে নাও, সেটি বের করে নাও। অমৃত নাও, কিন্তু বিষ নিও না।"
|