BN/710805b কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লন্ডন
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"এখন, আমাদের মনোনীত চেতনার জন্য আমরা মনে করছি যে, "তুমি আমার থেকে ভিন্ন, আমি তোমার থেকে ভিন্ন," কিন্তু আমরা যদি কৃষ্ণভাবনাময় হই, তাহলে আমরা জানতে পারবো যে আমরা এক, সেই একই চিন্ময় আত্মা, হয়তো ভিন্ন ভিন্ন শরীরে। ভগবদ্গীতায় এই ব্যাখ্যা দেয়া আছে। ঠিক যেমন আমরা সকলে মানুষ, পুরুষ, মহিলা। হয়তো ভিন্ন শরীরে, কিন্তু আমাদের লক্ষ্য এবং অভীষ্ট বস্তু এক এবং অদ্বিতীয়।" |
710805 - সংবাদ সম্মেলন - লন্ডন |