BN/661125 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"কৃষ্ণ-দ্বৈপায়ন ব্যাসকে শ্রীকৃষ্ণের শক্ত্যাবেশ অবতার রূপে গণ্য করা হয়। যদি তিনি অবতার না হতেন তবে তাঁর পক্ষে এত গ্রন্থ লিখা সম্ভব হত না। আঠারটি পুরাণ, চতুর্বেদ, ১০৮টি উপনিষদ এবং বেদান্ত। এরপর রয়েছে মহাভারত, এরপর শ্রীমদ্ভাগবতম। এগুলো প্রত্যেকটিই হাজার হাজার, লক্ষ লক্ষ শ্লোক সমন্বিত। সুতরাং আমরা কল্পনাও করতে পারিনা যে এমন মানুষের পক্ষে এগুলো লিখা সম্ভব। বুঝতে পেরেছ। তাই বেদব্যাসকে শ্রীকৃষ্ণের একজন অবতার বলে বিবেচিত হন এবং তিনি ছিলেন খুরধার লেখনী সম্পন্ন।"
৬৬১১২৫ - প্রবচন চৈ.চ. মধ্য ২০.১২১-১২৪ - নিউ ইয়র্ক