BN/661208 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"যতদূর বলা যায়, জড়বাদীরা তাঁরা চর্বিত বস্তু চর্বণ করছে। পুনঃ পুনশচর্বিত-চর্বনানাম (শ্রীমদ্ভাগবতম ৭.৫.৩০)। যে উদাহরণটা আমি গতকাল দিয়েছিলাম, যেমন আখি, একজন চিবিয়ে এটা থেকে সব রস বের করে নিয়েছে এবং মাটিতে ফেলে দিয়েছে। আবার কেউ এটাকে চিবাচ্ছে। তাই এটাতে কোন রস নেই। সুতরাং আমরা শুধু একই জিনিসের পুনরাবৃত্তি করছি মাত্র। আমরা প্রশ্ন করি না যে, এই যে জীবন ধারা এটা কি আমাদের সর্বতোভাবে সুখী করতে পারছে? কিন্তু আমরা শুধু চেষ্টাই করে যাচ্ছি। চেষ্টাই করে যাচ্ছি, একই জিনিসের চেষ্টা করে যাচ্ছি। ইন্দ্রিয় তৃপ্তির চূড়ান্ত উদ্দেশ্য বা সর্বোচ্চ ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে যৌন জীবন। আমরা চেষ্টা করছি, চর্বণ করছি, ফেলে দিচ্ছি। দেখ, আবার চিবচ্ছি। কিন্তু এটা সুখী হবার উপায় নয়। সুখ আলাদা জিনিস। সুখমাত্যন্তিকং যত্তদ্ বুদ্ধিগ্রাহ্যম (শ্রীমদ্ভগবদ্গীতা ৬.২১)। প্রকৃত আনন্দ হচ্ছে চিন্ময় বা অপ্রাকৃত। আর এই অপ্রাকৃত মানে হচ্ছে আমাকে অবশ্যই জানতে হবে যে আমার প্রকৃত অবস্থান কি এবং আমার জীবন ধারা কি। এইভাবে কৃষ্ণভাবনামৃত তোমাদেরকে শিক্ষা দিবে।"
৬৬১২০৮- প্রবচন শ্রীমদ্ভাগবদ্গীতা ০৯.২২-২৩ - নিউ ইয়র্ক