BN/710407b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সুতরাং যেকেউ, যে জনগণের মনোযোগ শ্রীকৃষ্ণ থেকে শ্রীকৃষ্ণবিহীনে নিয়োগ করছে...... এটা আধুনিক তথাকথিত দার্শনিকদের আর শিক্ষাবিদদের বা নাস্তিকদের কাজ। তারা সারাজীবন ধরে শ্রীমদ্ভাগবদ্গীতা পড়তে থাকবে কিন্তু ভিন্ন পন্থায় ব্যাখ্যা করে যাতে মানুষ শ্রীকৃষ্ণের প্রতি আত্মসমর্পণ না করে। এটাই তাদের কাজ। এই ধরণের মানুষদেরকে দুস্কৃতিন বলা হয়। তারা তাদেরকেও শ্রীকৃষ্ণের প্রতি আত্মসমর্পিত করতে প্রস্তুত নয় এবং তারা অন্যদের বিভ্রান্ত করে শ্রী কৃষ্ণের প্রতি আত্মসমর্পিত হতে দেয়না। এটাই তাদের কাজ। এই ধরণের মানুষেরা হচ্ছে দুস্কৃতিনা, দুর্বৃত্ত, প্রতারক, বদমাশ যারা জনগণকে বিপথে চালিত করছে।"
৭১০৪০৭ - মণ্ডপে প্রবচন - বোম্বে