BN/740605 প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু জেনেভা

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"অবস্থাটা হচ্ছে যে তোমাকে অবশ্যই কিছু শর্তের অধীনে থাকতে হবে। এটাই তোমার অবস্থান। সুতরাং তুমি ভগবানের অধীনে থাক, তবে এটা তোমার সার্থকতা। আর যদি তুমি মায়ার অধীনে থাক তবে এটাই তোমার দুর্ভোগ, তোমাকে অবশ্যই অধীনে থাকতে হবে। এটা তোমার অবস্থান। তুমি স্বাধীন হতে পারবে না। কাজেই তুমি যদি স্বাভাবিক ভাবেই অধীন থাকতে হয়। কিন্তু সে যখন তাঁর পিতা-মাতার অধীনে থাকে তখন তাঁর জীবন পরিপূর্ণতা প্রাপ্ত হয়। আমাদের অবস্থানটা হচ্ছে যে তোমাকে অবশ্যই অধীনে থাকতে হবে, কেন তুমি স্বাধীন হওয়ার জন্য চিন্তা করছ? এটা তোমার বদমাশী। তোমাকে অবশ্যই সবসময় মনে রাখতে হবে যে,'আমাকে অধীনস্ত থাকতে হবে। এটাই আমার জীবন'।"
৭৪০৬০৫ - প্রাতঃ ভ্রমণ - জেনেভা