BN/750301 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু আটলান্টা

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সুতরাং তথাকথিত মানব সমাজ যখন ভগবৎ চেতনা বিহীন হয়ে উঠে, তখন এটা পশু সমাজ হয়ে উঠে। তখন এটা পশু সমাজে পরিণত হয়। স এব-গোখর (শ্রীমদ্ভাগবতম ১০.৮৪.১৩)। তাই এই কৃষ্ণভাবনামৃত আন্দোলন হচ্ছে মনুষ্য সমাজকে পাশবিক পর্যায়ে না রেখে প্রকৃত মানব সমাজে উন্নীত করার আন্দোলন। ভগবানকে বোঝার চেষ্টা কর এবং তাকে ভালোবাসো। এটাই হচ্ছে কৃষ্ণভাবনামৃত আন্দোলনের সারবস্তু।"
৭৫০৩০১ - কথোপকথন এ - আটলান্টা