BN/750406 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মায়াপুর

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"মনে কর তুমি এখন ১০ হাজার পেয়েছ। আমরা এটাকে ১০০ হাজারে প্রসারিত করব। যা প্রয়োজন। ১০০ হাজার থেকে এক মিলিয়ন, ১ মিলিয়ন থেকে ১০ মিলিয়ন। তখন আচার্যের কোন অভাব হবেনা এবং মানুষ কৃষ্ণভাবনামৃতকে খুব সহজেই বুঝতে পারবে। তাই এই সংস্থা তৈরী কর। অহেতুক গর্ব স্ফীত হইয়োনা। আচার্যের নির্দেশ অনুসরণ কর এবং নিজেকে নিখুঁতভাবে গড়ে তোলার চেষ্টা কর, পরিপক্ব হও। তখন মায়ার সাথে যুদ্ধ করা অনেক সহজ হবে। হ্যাঁ, আচার্যগণ মায়ার কার্যক্রমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।"
৬৮১০২১ - ভক্তিপ্রজ্ঞান কেশব মহারাজের তিরোভাব তিথি উৎসব প্রবচন - সিয়াট্‌ল