BN/751001 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মরিশাস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"জড়াপ্রকৃতি আমাদেরকে সুনির্দিষ্ট শর্ত প্রদান করেছে এবং আমরা সেই অনুসারে কাজ করি। স্বাধীনভাবে নয়। আর জড়াপ্রকৃতিও একজনের অধীনে কাজ করছে। ঠিক যেমন, তুমি লাল বাতি আর সবুজ বাতি দেখতে পাও। যেইমাত্র তুমি লাল বাতি দেখ, তুমি তোমার গাড়ি থামিয়ে দাও। তো এই লাল বাতি আর সবুজ বাতি পুলিশের দ্বারা পরিচালিত হচ্ছে, আর পুলিশ সরকারের অধীনে কাজ করছে। একইভাবে সম্পূর্ণ জড়াপ্রকৃতি এই লালবাতি বা সবুজবাতির মতো কাজ করছে, কিন্তু এই লাল, সবুজ বাতির পিছনে রয়েছে সর্বোচ্চ মস্তিষ্ক। যা হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান। তবে অজ্ঞ মানুষ বা শিশুরা এটা বুঝতে পারেনা যে এই লাল, নীল বা সবুজ বাতি কিভাবে কাজ করছে...। তারা শুধু দেখে আর ভাবে এটা বুঝি এমনি এমনিই কাজ করছে। এটা মূর্খতা। এটা এমনি এমনিই কাজ করছে না। একটি যন্ত্র আছে। এই লাল বাতির পিছনে সর্বোচ্চ মেধার একজন দক্ষ পরিচালক আছে।"
৭৫১০০১ - শ্রীমদ্ভাগবদ্গীতা প্রবচন ০২.১১ - মরিশাস্‌