BN/751002 প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মরিশাস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"চ্যবনঃ তারা প্রচার করছে যে, জীবন হচ্ছে আনন্দ উপভোগ করার জন্য। সবজায়গায়......

প্রভুপাদঃ আনন্দ, কিন্তু আনন্দটা কোথায়? বাস্তব বিন্দুতে আস। তোমাদের আনন্দ কোথায়? তোমরা শুধু কষ্ট পাচ্ছ। এটা তাদের বদমায়েশী। তারা কষ্ট পাচ্ছে তবুও তারা বলছে 'আমি উপভোগ করছি।' এটাকে বলে মায়া। আনন্দ, আমরা বলছি যে, আমরা তমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, ভগবানের রাজ্যে......, জেখানেন তোমরা আনন্দ করতে পারবে। আনন্দ......আনন্দমায়া ভাসাৎ (বেদান্তসূত্র ১.১.১২)। এই আনন্দ হচ্ছে আমাদের লক্ষ্য। কিন্তু এখানে তোমাদের আনন্দ কোথায়? এটা তোমাদের মূর্খতা। এখানে কোন আনন্দ নেই। তবুও তোমরা বলছ যে, আমরা আনন্দ করব। চ্যবনঃ তাদের প্রচারের ফলে মানুষ ভাবছে যে, তারা আনন্দ করতে পারে যা এখানেই সম্ভব। প্রভুপাদঃ তারা মানুষকে ভুল পথে পরিচালিত করছে। এটা বিভ্রান্তিকর। আমাদেরকে এটা থামাতে হবে। এটিই আমাদের কৃষ্ণভাবনামৃত আন্দোলন..., যে...। তারা আনন্দ করছে না কিন্তু এই বদমাইশগুলো তাদেরকে বিভ্রান্ত করছে যে তারা আনন্দ করছে।"

৭৫১০০২ - প্রাতঃ ভ্রমণ - মরিশাস্‌