BN/751003 প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মরিশাস্‌

Revision as of 23:15, 24 August 2020 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - add new navigation bars (prev/next))
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
প্রভুপাদঃ আখ...... যে ব্যক্তি পাণ্ডু রোগে আক্রান্ত, তার কাছে আখ তেঁতো লাগবে। এটা হচ্ছে পরীক্ষা। তাই এর ঔষধ হচ্ছে যে তাকে আখ খেতে হবে। খেতে খেতে যখন সে সুস্থ হয়ে উঠবে, তখন সে বুঝবে, 'ওহ! এটা তো অনেক মিষ্টি।

পুষ্ট কৃষ্ণঃ সুতরাং তখন তাকে বুঝতে হবে যে, এই জড়জগতে বসবাসের ক্ষেত্রে কিছু সমস্যা আছে। প্রভুপাদঃ না, সে তার অতিরিক্ত জড়বাদী মনের কারণে কোন সুখই খুঁজে পাবেনা। ব্রহ্মানন্দঃ এটাই রোগ। প্রভুপাদঃ এটাই হচ্ছে রোগ। তাই তাকে ভক্তিযোগের দ্বারা নিরাময় করতে হবে। শুরুতে ভক্তি যোগ তার কাছে তেঁতো মনে হবে। তাই তারা আসতে চাইবেনা। কিন্তু যদি তারা ভক্তিযোগ অবলম্বন করে, তাহলে ভবোরগ নিরাময় হবে, তখন তাদের কাছে এটা সুমিষ্ট বলেন প্রতিভাত হবে। পুষ্ট কৃষ্ণঃ আজ্ঞে।

৭৫১০০৩ - প্রাতঃ ভ্রমণ - মরিশাস্‌