BN/751010 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু ডারবান

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
প্রভুপাদঃ আমি স্মরণ করতে পারি যে, আমি ছোট বালক ছিলাম তখন লাফালাফি করতাম। কিন্তু এখন সেটা পারিনা কারণ এখন একটি ভিন্ন দেহ প্রাপ্ত হয়েছি। তাই আমি সচেতন যে, একসময় এইরকম একটি দেহ পরিবর্তিত হচ্ছে, কিন্তু ব্যক্তি আমি নিত্য। খুব সহজ উদাহরণ। এটা বোঝার জন্য শুধু একটু বুদ্ধির প্রয়োজন যে, আমি যে এই দেহটির মালিক সে নিত্যা, দেহটি শুধু পরিবর্তিত হচ্ছে।

প্রফেসর অলিভারঃ হুম্। ঠিক, কিন্তু এখন এটা গ্রহণ করার পরে আরো একটি সমস্যা দেখা দেয়ঃ আর নিহিতার্থ কি? প্রভুপাদঃ হ্যাঁ, যদি আমরা বুঝাতে পারি যে আমরা এই দেহ নই। কিন্তু এই মুহূর্তে আমি শুধু আমার দেহটাকে আরামে রাখার জন্য নিয়োজিত রয়েছি। কিন্তু আমি আমার নিজের কোন যত্ন নিচ্ছি না। ঠিক যেমন আমি দিনে ৩বার করে আমার জামা কাপড় পরিষ্কার করছি, উহ কিন্তু আমি ...... । আমার জন্য কোন খাবার নেই। শুধু আমার জামা কাপড় ধোয়ার জিনিসপত্র আর এইরূপ ভিত্তিশীল সভ্যতাই ভুল।

৭৫১০১০ - কথোপকথন - ডারবান