BN/751020 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু জোহানেসবার্গ

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"শ্রীমদ্ভাগবদ্গীতায় এটা বলা হয়েছে, জন্মমৃত্যুজরাব্যাধিদুঃখদোষানুদর্শনম্ (শ্রীমদ্ভাগবদ্গীতা ১৩.৯)। আমরা খুশি হওয়ার চেষ্টা করছি, মন্দভাগ্যের সাথে যুদ্ধ করছি, কিন্তু আমরা জানিনা যে আমদের প্রকৃত দুর্ভাগ্য হচ্ছে আমাদের মরতে হবে, আমাদের পুনরায় জন্মগ্রহণ করতে হবে, আমাদের ব্যাধিগ্রস্ত হতে হবে আর আমাদেরকে বার্ধক্য মেনে নিতে হবে। জন্মমৃত্যুজরাব্যাধিদুঃখদোষানুদর্শনম্। এটা হচ্ছে বুদ্ধিমত্তা, যে 'সভ্যতা, শিক্ষা, বৈজ্ঞানিক জ্ঞান এবং আরো অনেক কিছুর অগ্রগতিকে কাজে লাগিয়ে আমি জীবনের সকল সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করছি'। এটার সব ঠিক আছে। কিন্তু আমার এই চারটি দুর্দশাগ্রস্ত অবস্থার কি সমাধানঃ জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি? আর যেহেতু আমরা কোন সমাধান করতে পারছিনা, আমরা এই চারটি সমস্যাকে দূরে সরিয়ে রেখেছি। আমরা ক্ষণস্থায়ী সমস্যা নিয়ে চলছি আর এটা সমাধান করতেই ব্যস্ত হয়ে পড়েছি, আর এভাবেই আমরা আমাদের মূল্যবান মানব শরীরের জীবনকে নষ্ট করছি বিড়াল কুকুরের জীবনের মতো। এটাই হচ্ছে নির্দেশনা। তাই আমাদের ঐটা করা ঠিক না।"
৭৫১০২০ - শ্রীমদ্ভাগবতম প্রবচন ০৫.০৫.০১ - জোহানেসবার্গ