BN/Prabhupada 0041 - বর্তমান জীবনটি বহু অশুভ দ্বারা পরিপূর্ণ

Revision as of 20:24, 30 November 2017 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0041 - in all Languages Category:BN-Quotes - 1974 Category:BN-Quotes - L...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 9.1 -- Melbourne, June 29, 1974

সম্পূর্ণ জ্ঞান। তাই যদি আপনি ভাগবত-গীতা পড়েন, আপনি সম্পূর্ণ জ্ঞান লাভ করবেন। তাহলে ভগবান কি বলেছেন ? ঈদম তু তে গূহ্যতামাম প্রভাকস্যময় আনাসুয়াবে (ভা.গী ৯.১]) ভগবান শ্রী কৃষ্ণ অর্জুন কে শিক্ষাদান করছেন। তাই নবম অধ্যায়ের মধ্যে তিনি বলেন, "আমার প্রিয় অর্জুন, আমি এখন তোমার কাছে সর্বাধিক গোপনীয় জ্ঞানের কথা বলছি, "গৌতমমম" তামাম অর্থাৎ ধনাত্মক।ইতিবাচক,তুলনামূলক এবং চমত্কার। সংস্কৃত ভাষায় তারা-তম, তারা তুলনামূলক, এবং তম মানে হল শ্রেষ্ঠ।

তাই এখানে ভগবান বলেছেন, নিখুঁত ঈশ্বরভক্তির ব্যক্তিত্ব বলেছেন, ইদাম তু তে গুহ্যতমাম প্রবক্ষ্যময়: "এখন আমি তোমার কাছে সবচেয়ে গোপনীয় জ্ঞান বলছি।" জ্ঞানাম বিজ্ঞানা-সাহিত্যাম। জ্ঞান সম্পূর্ণ জ্ঞানের সাথে, সেই কল্পনা নয়। জ্ঞানাম বিজ্ঞানঃ-সাহিত্যাম. বিজ্ঞানঃ অথার্ৎ "বিজ্ঞান," "বাস্তব প্রদর্শনী।" সুতরাং জ্ঞানামঃ বিজ্ঞানা-সাহিত্যাম য়াজ জ্ঞাত্বা। যদি আপনি এই জ্ঞানটি শিখেন,য়াজ জ্ঞাত্বা মোক্ষ্যাসে 'সুভাত। অশুভত। মক্ষ্যাসে মানে আপনি স্বাধীনতা লাভ করেন, এবং অশুভত মানে "অযৌক্তিকতা।" অশুভ,

তাই আমাদের বর্তমান জীবন, বর্তমান মুহূর্তে, বর্তমান জীবন মানে এতদিন আমরা এই উপাদান শরীরের অধিকারে আছি, এটি অশুভ পূর্ণ। মক্ষ্যাসে অশুভত। অশুভত অথাৎ অশুভ।