BN/Prabhupada 0458 - হরে কৃষ্ণ জপ করুন, আপনার জিহবা দিয়ে কৃষ্ণকে স্পর্শ করুন

Revision as of 08:04, 25 December 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 7.9.6 -- Mayapur, February 26, 1977

প্রভুপাদঃ যখনই নৃসিহংদেব প্রহ্লাদ মহারাজের মাথা স্পর্শ করেছিলেন, তৎক্ষণাৎ আপনিও সেই একই সুবিধা পেতে পারেন। কি সেই সুবিধা? কিভাবে? নৃসিংহদেব এখানে নেই। কৃষ্ণ এখানে নেই।" না। তিনি এখানে আছেন।"কি সেটা?' নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার (চৈ.চ.আদি ১৭.২২)। কৃষ্ণ তার নামের মধ্যে আছেন, কৃষ্ণ। এরকম মনে করো না যে হরে কৃষ্ণ, এই নাম কৃষ্ণ নামের থেকে ভিন্ন। পরম। কৃষ্ণ এই কৃষ্ণ বিগ্রহ, নাম কৃষ্ণ ,ব্যাক্তি কৃষ্ণ, সবকিছু, একই পরম সত্য, সেখানে কোন পার্থক্য নেই। সুতবাং এই যুগে শুধুমাত্র জপ করে; কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেৎ (শ্রী.ভা. ১২.৩.৫১) শুধুমাত্র কৃষ্ণের নাম জপ করতে হবে... নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্যমুক্ত (চৈ.চ.মধ্য ১৭.১৩৩) এরকম মনে করো না যে কৃষ্ণের নাম কৃষ্ণ থেকে ভিন্ন। এটা পূর্ণ। পূর্ণ পূর্ণমদঃ পূর্ণমিদম্‌ (ঈশোপনিষদ) সবকিছু পূর্ণ। পূর্ণ মানে সম্পূর্ণ।" আমরা চেষ্টা করেছি ঈশোপনিষদ পূর্ণভাবে ব্যাখা করতে। আপনারা পড়েছেন। অতএব কৃষ্ণের পবিত্র নামকে ধরে রাখুন। আপনি একই সুবিধা পাবেন যেমন প্রহ্লাদ মহারাজ পেয়েছেন। সরাসরি নৃসিংহদেবের চরণ স্পর্শের মধ্যে কোন পার্থক্য নেই। সবসময় এইরকম চিন্তা করুন যে যত তাড়াতাড়ি সম্ভব হরে কৃষ্ণ নাম জপ করতে, আপনি জানবেন যে আপনি জিহ্বা দ্বারা কৃষ্ণকে স্পর্শ করছেন। তারপর আপনি একই সুবিধা পাবেন, যেমন প্রহ্লাদ মহারাজ পেয়েছেন।

ধন্যবাদ।

ভক্তঃ জয়!