BN/Prabhupada 0521 - আমার নীতি হচ্ছে শ্রীল রূপ গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করা

Revision as of 06:10, 25 December 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0521 - in all Languages Category:BN-Quotes - 1968 Category:BN-Quotes - L...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 7.1 -- Los Angeles, December 2, 1968

কৃষ্ণ ভাবনামৃত বোঝার চেষ্টা করুন। কেবল এটি অনুশীলন করে, কোনও না কোনও উপায়ে আপনি শ্রীকৃষ্ণের সাথে যুক্ত হন। কিছুটা পথ। যেন তেন প্রকারেন, যেভাবেই হোক। ঠিক যদি আপনি কাউকে প্রেম করেন, তবে যে কোনও উপায়ে আপনি তা পাওয়ার চেষ্টা করেন ... এটি খুব কঠিন কিছু নয়। আমরা কৌশল জানি। এমনকি একটি প্রাণী, একটি প্রাণী, সে কীভাবে দক্ষতার সাথে তার জিনিসগুলি অর্জন করবে তা জানে। অস্তিত্বের সংগ্রামের অর্থ সবাই তার উদ্দেশ্য অর্জনের চেষ্টা করছে। অনেক, কৌশলে। সুতরাং আপনি চেষ্টাও করুন, এই জাগতিক ধাপ্পাবাজির পরিবর্তে আপনি যেকোনও ভাবে শ্রীকৃষ্ণকে গ্রহণ করার চেষ্টা করুন। যা আপনার জীবনকে সফল করে তুলবে। কোনও উপায়ে। .

যেন তেন প্রকারণ মনঃ কৃষ্ণে নিবেশয়েৎ,
সর্বে বিধি নিষেধাহ স্যুর এতয়োর এব কিঙ্করঃ।

কৃষ্ণ ভাবনামৃতে এখন অনেকজন আছে ... এই প্রক্রিয়াটি, সেখানে অনেকজন রয়েছে। আমি একের পর এক সামান্য প্রবর্তন পরিচয় করছি, তবে যারা ভারতে এই কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করছেন, সেখানে অনেক বিধিবিধান রয়েছে। কেউ বলে "স্বামীজি খুব রক্ষণশীল। তিনি অনেক নিয়মকানুন দেন," তবে আমি এক শতাংশও নিজে প্রবর্তন করিনি। এক শতাংশ। কারণ আপনার দেশে এই সমস্ত নিয়মকানুন চালু করা সম্ভব নয়। আমার নীতি হল রূপ গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করা তিনি বলেছেন যে কোনও না কোনওভাবে, তারা প্রথমে শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত হয়ে উঠুক। এটা আমার ( অস্পষ্ট )। এবং নিয়মকানুন, তারা পরে সেটি করবে। প্রথমে তাকে শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত হয়ে উঠুক। সুতরাং এই যোগব্যায়াম। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করছেন, ময্যাসক্তমনাঃ পার্থ তাই শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত সাথে হওয়ার চেষ্টা করুন। আপনি শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত হবেন না কেন? কৃষ্ণ ভাবনামৃতে কত সুন্দর জিনিস রয়েছে। শিল্প আছে, অঙ্কন আছে, আমাদের আছে নৃত্য, কীর্তন, প্রথম শ্রেণীর খাদ্য, প্রথম শ্রেণীর পোশাক, প্রথম শ্রেণীর স্বাস্থ্য, প্রথম শ্রেণীর সবকিছু। কেবল বোকা লোকেরা এই প্রথম শ্রেণীর জিনিসগুলির সাথে যুক্ত হবে না। সব। এবং এটি একই সাথে সহজও। এই প্রক্রিয়াটির সাথে কারও যুক্তি না হওয়ার কারণ কী হতে পারে? কারণটি হল সে একটা প্রথম শ্রেণীর দুর্বৃত্ত। ব্যাস্‌। আমি আপনাকে খোলাখুলি বলছি। যে কেউ আসুক, আমার সাথে তর্ক করুক, সে কৃষ্ণ ভাবনামৃত না মেনে প্রথম শ্রেণির দুর্বৃত্তই হোক না কেন। আমি তা প্রমাণ করব। সুতরাং প্রথম শ্রেণীর দুর্বৃত্ত হয়ে উঠবেন না। প্রথম শ্রেণীর বুদ্ধিমান মানুষ হয়ে উঠুন।

যেমন শ্রীচৈতন্য-চরিতামৃতের লেখক বলেছেন, কৃষ্ণ যেই ভজে সে বড় চতুর। যে কেউ কৃষ্ণ ভাবনামৃতে আসে, সেই প্রথম শ্রেণীর বুদ্ধিমান মানুষ। সুতরাং প্রথম শ্রেণীর বোকা না হয়ে প্রথম শ্রেণির বুদ্ধিমান মানুষ হয়ে উঠুন। এটা আমার অনুরোধ।

অনেক ধন্যবাদ। (শ্রদ্ধা) কোন প্রশ্ন?

অন্য দিন কত ছাত্র এসেছিল, এখন কেউ নেই। কারণ তারা প্রথম-শ্রেণীর বোকা হতে চায়, ব্যাস। এটি ... এটি সত্য। সুতরাং কেউ যদি খুব বুদ্ধিমান না হয় তবে তারা কৃষ্ণ ভাবনামৃতে আসে না। তারা যেভাবেই হোক, প্রতারিত হতে চায়। ব্যাস্‌। সরল জিনিস, সাধারণ জিনিস এবং ফলাফলটি অসাধারণ - তারা মানতে রাজি হবে না।