BN/Prabhupada 0547 - আমি ভেবেছিলাম, "প্রথমে আমি খুব ধনী হব, তারপর প্রচার করব": Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0547 - in all Languages Category:BN-Quotes - 1969 Category:BN-Quotes - L...")
 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0546 - Publish Books as Many as Possible and Distribute Throughout the Whole World|0546|Prabhupada 0548 - If You Have Come to the Point of Sacrificing Everything for Hari|0548}}
{{1080 videos navigation - All Languages|Bengali|BN/Prabhupada 0546 - যত বেশি সম্ভব বই ছাপাও আর সারা বিশ্বজুড়ে বিতরণ কর|0546|BN/Prabhupada 0548 - আমাদের ভগবান হরির জন্য সব উৎসর্গ করার জায়গায় আসতে হবে|0548}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 08:04, 28 December 2021



Lecture -- New York, April 17, 1969

শ্রীল প্রভুপাদ: সব ঠিক আছে?

ভক্তরা : জয়।

শ্রীল প্রভুপাদ: হরে কৃষ্ণ। ( হাসির শব্দ ) আরাধিতো যদি হরিস্তপসা ততঃ কিম ( নারদ পঞ্চরাত্র )। গোবিন্দম আদি পুরুষই শ্রীহরি নামে পরিচিত। শ্রীহরি অর্থাৎ "যিনি আপনার সমস্ত দুর্দশা কে হরণ করেন"। তা হলেন শ্রীহরি। হরা। হরা মানে হরণ করা। হরাতে। ঠিক তেমনি চোরও নিয়ে নেয়, কিন্তু সে মূল্যবান জিনিসগুলি নিয়ে নেয়, ভৌতিক গুরুত্বের, কখনও কখনও শ্রীকৃষ্ণ কেবল আপনাকে বিশেষ অনুগ্রহ দেখানোর জন্য আপনার মূল্যবান জিনিসপত্রও হরণ করেন। যস্যাহমনুগৃহ্ণামি হরিষ্য়ে তদ্ধনম্‌ শনৈঃ (শ্রীমদ্ভাগবতম ১০।৮৮।৮)। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে "আমাদের খুব ধার্মিক হওয়া উচিত। আমার ভাইরা দুর্দান্ত যোদ্ধা, আমার স্ত্রী সাক্ষাৎ ভাগ্যের দেবী, এবং সর্বোপরি, আপনি আমাদের ব্যক্তিগত বন্ধু। তাহলে আমরা সব হারিয়ে ফেললাম কীভাবে? ( হাসির শব্দ ) আমরা আমাদের রাজত্ব হারিয়েছি, স্ত্রীকে হারিয়েছি, আমরা আমাদের সম্মান হারিয়েছি - সব কিছু হারিয়েছি। " সুতরাং এর উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন, যস্যহামনুগৃহ্ণামি হরিষ্য়ে তদ্ধনম্‌ শনৈঃ "আমার প্রথম অনুগ্রহ হল আমি আমার ভক্তের সমস্ত সম্পদ হরণ করি। " তাই কৃষ্ণ ভাবনামৃতে আসতে লোকেরা খুব বেশি উৎসাহী হয় না। তবে তিনি তা করেন। ঠিক যেমন পাণ্ডবরা শুরুতে অসুবিধায় পড়েছিলেন, তবে পরবর্তীকালে তাঁরা সর্বাধিক উন্নত ব্যক্তিত্ব হয়ে ওঠেন পুরো ইতিহাস জুড়ে। এটাই শ্রীকৃষ্ণের অনুগ্রহ। শুরুতে তিনি তেমনটি করতে পারেন কারণ আমাদের আসক্তি থাকে আমাদের উপাদান অধিগ্রহণের জন্য।

সুতরাং এটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। শুরুতে, যখন আমার গুরু মহারাজ আমাকে আদেশ করেছিলেন, আমি ভেবেছিলাম "আমি প্রথমে খুব ধনী হয়ে উঠব; তারপরে আমি প্রচার করব।" (হেসে) তাই আমি খুব সুন্দর ব্যবসা করছিলাম। ব্যবসায়িক সংঘে, আমার খুব ভাল নাম হয়েছিল, এবং যাদের সাথে আমি ব্যবসা করছিলাম, তারা খুব সন্তুষ্ট ছিল। তবে শ্রীকৃষ্ণ এমন কৌশল করেছিলেন যে তিনি সমস্ত কিছু ভেঙে দিয়েছিলেন, এবং তিনি আমাকে সন্ন্যাস নিতে বাধ্য করেছিলেন। সুতরাং তিনি হলেন শ্রীহরি। যাতে আমাকে মাত্র সাত ডলার নিয়ে আপনার দেশে আসতে হয়ে। সুতরাং তারা সমালোচনা করছে, "স্বামীজী এখানে কোনও অর্থ ছাড়াই এসেছিলেন। এখন তিনি এতটা ধনী।" (হাসি) সুতরাং তারা কালো পক্ষ নিচ্ছেন, কালো দিক, আপনি দেখচ্ছেন? তবে এই জিনিসটি...অবশ্যই আমি লাভজনক, লাভজনক হয়েছি বা লাভ অর্জন করেছি। আমি আমার বাড়ি ছেড়ে এসেছি, আমার বাচ্চাদের এবং সমস্ত কিছু। আমি একটি ভিক্ষুকের মতো সাত ডলার নিয়ে এখানে এসেছিলাম। সেটা কোনও টাকা নয়। তবে আমি এখন বড় সম্পত্তি, শত শত সন্তান পেয়েছি। (হাসি) এবং তাদের বিধানের জন্য আমি ভাবি না। তারা আমার কথা ভাবছে। সুতরাং এটি শ্রীকৃষ্ণের অনুগ্রহ। শুরুতে এটি খুব তিক্ত মনে হয়। আমি যখন সন্ন্যাস নিয়েছিলাম, যখন আমি একা থাকতাম, তখন আমি খুব তিক্ত অনুভব করছিলাম। আমি, মাঝে মাঝে ভাবছিলাম, "আমি গ্রহণ করে ভুল করেছি কিনা?" সুতরাং যখন আমি এই ভগবৎ-দর্শন দিল্লি থেকে প্রকাশিত করছিলাম, একদিন একটা ষাঁড় আমার উপর প্রহার করে, আর আমি ফুটপাথে পড়ে যাই এবং আমি গুরুতর আঘাত পেয়েছিলাম। আমি একা ছিলাম। তাই আমি ভাবছিলাম, "এটি কি?" সুতরাং আমার খুব কষ্টের দিন ছিল, তবে সেই সবই ভালোর জন্য হয়েছিল। সুতরাং দুর্দশাগুলির থেকে ভয় পাবেন না। দেখছেন তো? এগিয়ে যান। শ্রীকৃষ্ণ আপনাকে সুরক্ষা প্রদান করবেন। এটাই শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের প্রতিশ্রুতি। কৌন্তেয় প্রতিজানীহি ন মে ভক্তঃ প্রণশ্য়তি (শ্রীমদ্ভগবদ্গীতা ৯।৩১) "কৌন্তেয়, প্রিয় কুন্তির পুত্র, অর্জুন, তুমি পুরো বিশ্ব জুড়ে ঘোষণা করতে পার আমার ভক্তরা কখনই পরাজিত হবে না। তুমি তা ঘোষণা করতে পার। " আর কেন তিনি অর্জুনকে ঘোষণা করতে বলছেন? কেন তিনি নিজে ঘোষণা করছেন না? তার অর্থ আছে। কারণ তিনি যদি প্রতিশ্রুতি দেন, এমন দৃষ্টান্তও আছে যখন তিনি মাঝে মাঝে তাঁর প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। তবে কোনও ভক্ত যদি প্রতিশ্রুতি দেয়, তবে তা কখনই ভাঙবে না। শ্রীকৃষ্ণ সুরক্ষা দেবেন; সুতরাং তিনি তাঁর ভক্তকে বলছেন যে "তুমি ঘোষণা কর।" ভেঙে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। শ্রীকৃষ্ণ এত দয়ালু যে কখনও কখনও তিনি তাঁর প্রতিশ্রুতি ভঙ্গ করেন, কিন্তু যদি তাঁর ভক্ত প্রতিশ্রুতি দেন, তিনি খুব সাবধানতা অবলম্বন করেন যে তাঁর ভক্তের প্রতিশ্রুতি ভঙ্গ হতে না পারে। সেটাই শ্রীকৃষ্ণের অনুগ্রহ।