BN/Prabhupada 1002 - যদি আমি ভগবানকে কোন লাভের জন্য ভালবাসি, তাহলে তা ব্যবসা; ভালবাসা নয়

Revision as of 12:32, 31 December 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:BN Pages - 207 Live Videos Category:Prabhupada 1002 - in all Languages Category:BN-...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


750713 - Conversation B - Philadelphia

আমি যদি ভগবানকে কোন লাভের জন্য ভালবাসি, তাহলে এটি ব্যবসা; এটা ভালোবাসা নয় স্যান্ডি নিক্সনঃ একজন সদ্‌গুরুকে মানুষ কিভাবে চিনবে, যিনি তাদের পরিচালিত করবেন? প্রভুপাদঃ যিনি এই সমস্ত বিষয়ে শিক্ষা প্রদান করেন- কিভাবে ভগবানকে জানা যায় এবং কিভাবে তাঁকে ভালোবাসা যায়- তিনিই গুরু। অন্যথায় সব মেকি, বাজে বদমাশ। অনেক সময় তারা বিপথে চালিত করে যে "আমি হচ্ছি ভগবান।" গরীব মানুষ, তারা জানে না ভগবান কে, আর একটি বদমাশ প্রস্তাব করল যে, "আমি হচ্ছি ভগবান," আর তারা তা মেনে নিল। ঠিক যেমন তোমাদের দেশে তারা নিক্সনকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করেছে, আবার তাকে নামিয়েছে। তার মানে তারা জানে না প্রকৃতপক্ষে একজন আদর্শবান প্রেসিডেন্ট কে, কাউকে নির্বাচিত করল, আবার তাদের কাজ হচ্ছে তাকে টেনে নামানো। একইভাবে, মূর্খ জনগণ। কোন বদমাশ এসে বলল, " আমি হচ্ছি ভগবান," আর তারা তা স্বীকার করে নিল। এরপর আবার আরেকজনকে গ্রহণ করল। এটিই চলছে। সুতরাং ভগবান কে , তাঁকে কিভাবে ভালোবাসা যায় এটি জানার ব্যাপারে একজনকে খুব ঐকান্তিক ছাত্র হতে হবে। এটি হচ্ছে ধর্ম। অন্যথায় এটি শুধু সময়ের অপচয় মাত্র।

এগুলো আমরা শিক্ষা দিচ্ছি। আর এটিই হচ্ছে অন্যদের সাথে আমাদের পার্থক্য। আমরা শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান রূপে উপস্থাপন করছি, আর সেই বিজ্ঞান, কিভাবে তাঁকে ভালোবাসা যায়। ভগবদ্গীতা এবং শ্রীমদ্ভাগবত এখানে রয়েছে। বানানো নয়। অনুমোদিত। অতএব, এটিই হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান যা শিক্ষা দিচ্ছে কিভাবে ভগবানকে জানতে হয় এবং তাঁকে ভালবাসতে হয়। দুটো উদ্দেশ্য। তৃতীয় কোন উদ্দেশ্য নেই। ভগবানের কাছে আমাদের প্রয়োজনগুলো চাওয়া আমাদের উদ্দেশ্য নয়। আমরা জানি ভগবান প্রত্যেককেই তার প্রয়োজনগুলো প্রদান করছেন, এমন কি যার কোন ধর্ম নেই তাকেও। ঠিক যেমন কুকুর বিড়াল, তাদের কোন ধর্ম নেই। তারা জানে না ধর্ম কি? কিন্তু তবুও, কুকুর বিড়ালদের তাদের জীবনের প্রয়োজন গুলো প্রদান করা হচ্ছে। তাই কেন আমরা শ্রীকৃষ্ণের কাছে চেয়ে তাঁকে বিরক্ত করব, "আমাদেরকে আমাদের প্রতিদিনের রুটি দাও?" তিনি ইতিমধ্যেই দিচ্ছেন। আমাদের কাজ হচ্ছে শুধু কিভাবে তাঁকে ভালোবাসা যায়। এটিই ধর্ম। ধর্মঃ প্রোজ্‌ঝিত কৈতবঃ অত্র পরমঃ নির্মৎসরাণাম্‌ সতাম্‌ বেদ্যম্‌ বাস্তবম্‌ অত্র (শ্রীমদ্ভাগবত ১.১.২)। স বৈ পুংসাং পরো ধর্মো যতো ভক্তিরধোক্ষজে (শ্রীমদ্ভাগবত ১.২.৬)। "প্রথম শ্রেণীর ধর্ম হচ্ছে, যা কিভাবে ভগবানকে ভালোবাসা যায় সে বিষয়ে শিক্ষা প্রদান করে।" আর এই ভালোবাসা- কোন জাগতিক অভিপ্রায়ে নয়ঃ "ভগবান, তুমি আমাকে এটি দাও। তাহলে আমি ভালবাসবো।" না। অহৈতুকী। ভালোবাসা মানে কোন ব্যক্তিগত স্বার্থ ছাড়া। যদি আমি ভগবানকে কোন মুনাফা লাভের জন্য ভালবাসি, তাহলে সেটি ব্যবসা; এটি ভালোবাসা নয়। অহৈতুকী অপ্রতিহতা। আর এই ধরণের ভালোবাসা কোন জাগতিক কারণের দ্বারা প্রতিহত হয় না। যে কোন অবস্থাতেই একজন ভগবানকে ভালবাসতে শিখতে পারে। এটি কোন শর্তসাপেক্ষ নয় যে, "আমি গরীব মানুষ। আমি কিভাবে ভগবানকে ভালবাসবো? আমার অনেক কাজ আছে।" না, এটি এমন নয়। ধনী, গরীব অথবা যুবক, বৃদ্ধ, সাদা অথবা কালো, কোন বাধা নেই। যদি কেউ ভগবানকে ভালবাসতে চায়, সে ভালবাসতে পারে।