BN/Prabhupada 1041 - শুধু চিকিৎসার লক্ষণ দ্বারা আপনি মানুষকে স্বাস্থ্যকর বানাতে পারেন না

Revision as of 21:05, 10 March 2018 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Bengali Pages - 207 Live Videos Category:Prabhupada 1041 - in all Languages Categor...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


751001 - Lecture Arrival - Mauritius

পুরো দুনিয়া শরীরগত ধারণার অধীন, এমনকি বড় বড় রাষ্ট্র গুলিও। ঠিক যেমন আপনাদের প্রধানমন্ত্রী জাতির ঐক্যতে গিয়েছেন। জাতির ঐক্যতে অনেক বড় বড় মানুষ আছে। তারা বলছে এবং তারা গত ত্রিশ বছর ধরে কথা বলছে। জাতির ঐক্য গঠিত হয়েছে, কিন্তু তারা জীবনের সমস্যার কোন সমাধান খুঁজে পেতে পারে নি, কারণ তারা মৌলিক নীতি হারিয়ে ফেলছে; তারা জানে না। তাদের প্রত্যেকে শারীরিক স্তরে ভাবছেন, "আমি ভারতীয়," "আমি আমেরিকান," "আমি জার্মান," এবং "আমি ইংরেজী লোক, এইভাবে। এর জন্য কোন সমাধান নেই, কারণ মৌলিক নীতি ভুল। যতক্ষণ না আমরা শরীরের সক্রিয় নীতি বুঝতে না পারি, সমস্যা সমাধান হবে না। ঠিক যেমন যদি আপনি রোগ নির্ণয় করতে না পারেন, শুধু লক্ষণ চিকিৎসা দ্বারা আপনি মানুষকে সুস্থ করতে পারেন না। সেটা সম্ভব নয়।

সুতরাং কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন জীবনের শারিরিক ধারনার উপর আধারিত নয়। আত্মার মৌলিক নীতির উপর এই আন্দোলন আধারিত। আত্মা কি, আত্মার প্রয়োজন কি, কিভাবে আত্মা শান্তি পাবে, খুশি হবে। তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে।