BN/Prabhupada 1041 - শুধু চিকিৎসার লক্ষণ দ্বারা আপনি মানুষকে স্বাস্থ্যকর বানাতে পারেন না

Revision as of 08:04, 1 January 2022 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


751001 - Lecture Arrival - Mauritius

পুরো দুনিয়া দেহাত্মবুদ্ধির অধীন, এমনকি বড় বড় রাষ্ট্র গুলিও। ঠিক যেমন আপনাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘে গিয়েছেন। রাষ্ট্রসংঘে অনেক বড় বড় মানুষ আছে। তারা বলছে এবং তারা গত ত্রিশ বছর ধরে কথা বলছে। রাষ্ট্রসংঘ গঠিত হয়েছে, কিন্তু তারা জীবনের সমস্যার কোন সমাধান খুঁজে পেতে পারে নি, কারণ তারা মৌলিক নীতি হারিয়ে ফেলছে; তারা জানে না। তাদের প্রত্যেকে দেহাত্মবুদ্ধির স্তর থেকে ভাবছে "আমি ভারতীয়," "আমি আমেরিকান," "আমি জার্মান," এবং "আমি ইংরেজী লোক, এইভাবে। এর জন্য কোন সমাধান নেই, কারণ মৌলিক নীতি ভুল। যতক্ষণ না আমরা শরীরের সক্রিয় নীতি বুঝতে না পারি, সমস্যা সমাধান হবে না। ঠিক যেমন যদি আপনি রোগ নির্ণয় করতে না পারেন, শুধু লক্ষণ চিকিৎসা দ্বারা আপনি মানুষকে সুস্থ করতে পারেন না। সেটা সম্ভব নয়।

সুতরাং কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন দেহাত্মবুদ্ধির উপর আধারিত নয়। আত্মার মৌলিক নীতির উপর এই আন্দোলন আধারিত। আত্মা কি, আত্মার প্রয়োজন কি, কিভাবে আত্মা শান্তি পাবে, খুশি হবে। তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে।