BN/Prabhupada 1042 - আমি মরিশাসে দেখেছি, আপনাদের খাদ্যশস্য উৎপাদনের জন্য প্রচুর পরিমাণ ভূমি আছে

Revision as of 12:28, 4 December 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 English Pages with Videos Category:English Pages - 207 Live Videos Category:Prabhupada 1042 - in all Languages Categor...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


751002 - Lecture SB 07.05.30 - Mauritius

আমি আপনাদের মরিশাসে দেখেছি, আপনাদের কাছে খাদ্যশস্য উৎপাদনের জন্য প্রচুর পরিমাণে ভূমি আছে। সুতরাং এই জিনিস মনে রাখা উচিত, কিভাবে তারা পাপিষ্ঠ কার্যক্রমে নিযুক্ত হচ্ছে। এবং সমাধান ভগবদ-গীতায় দেওয়া হয়েছে, যে "খাদ্য শস্য উৎপন্ন কর।" অন্নাদ ভবন্তি ভুতানি (ভ.গী ৩.১৪) সুতরাং আমি আপনাদের এই মরিশাসে দেখেছি, আপনাদের যথেষ্ট ভূমি আছে খাদ্যশস্য উৎপন্ন করার জন্য। তাই আপনারা খাদ্যশস্য উৎপন্ন করুন। আমি জানতে পেরেছি যে খাদ্যশস্য উৎপন্নের পরিবর্তে, আপনারা রপ্তানির জন্য আখ চাষ করছেন। কেন? এবং আপনারা খাদ্য শস্যের উপর নির্ভরশীল, চাল, গম, ডালের উপর। কেন? কেন এই প্রচেষ্টা? আপনি প্রথমে আপনার নিজের খাওয়ার শস্য তৈরি করুন। এবং যদি সময় বাঁচে এবং যদি আপনার জনগনের কাছে যথেষ্ট খাদ্যশস্য থাকে, তারপর আপনারা রপ্তানির জন্য অন্যান্য ফল ও সবজির উৎপত্তি বাড়াতে চেষ্টা করতে পারেন। প্রথম প্রয়োজনীয়তা হল আপনাকে স্বয়ংসম্পূর্ণ হওয়া উচিত। এটা ভগবানের ব্যবস্থাপনা। সর্বত্র খাদ্য শস্য উৎপাদনের জন্য যথেষ্ট জমি আছে। শুধুমাত্র আপনার দেশে নয়; আমি সারা বিশ্বে ভ্রমণ করেছি - আফ্রিকা, অস্ট্রেলিয়া, এবং অন্যান্য দেশ, এছাড়াও আমেরিকাতে। এত খালি জমি আছে, যদি আমরা খাদ্যশস্য উৎপাদন করি, তাহলে আমরা বর্তমান সময় হিসাবে দশ গুণ বেশী জনসংখ্যাকে ভোজন করাতে পারি। অভাবের কোন প্রশ্নই নেই। সমগ্র সৃষ্টি এইভাবেই কৃষ্ণ দ্বারা তৈরি করা হয়েছে। সবকিছু পূর্ণ, পূর্ণ। পুর্ণমিদং পূর্নমদ পূর্ণাৎ পুর্ণ মুদ্যচতে, পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে (ঈষোপনিষদ আবাহন) যদি আমরা খাদ্য শস্য উৎপন্ন না করি - আপনাদের এটি প্রয়োজন আছে- এবং অকারণে মানুষদের অভাবের মধ্যে রাখা, সেটা পাপ। এটা পাপ।