BN/660302 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আধুনিক সভ্যতা কার্যতঃ প্রকৃত দুর্ভোগকে এড়িয়ে চলেছে। তারা সাময়িক দুর্দশাগ্রস্ত । তবে বৈদিক পদ্ধতি হল বৈদিকজ্ঞান। এগুলি দুর্ভোগের অবসানের উপলক্ষে..... মঙ্গলের জন্য, মঙ্গলের জন্য কষ্টভোগ। আপনারা দেখেছেন? মনুষ্যজীবন এর জন্যই, সমস্ত দুর্ভোগের অবসানের জন্য। অবশ্যই আমরা সবরকম দুর্ভোগের অবসান ঘটাতে চাইছি। আমাদের ব্যবসা, আমাদের পেশা, আমাদের শিক্ষা, আমাদের জ্ঞানের অগ্রগতি- সবকিছুই দুর্ভোগের অবসানের জন্য। তবে সেই দুর্ভোগটি সাময়িক, অস্থায়ী।তবে আমাদের মঙ্গলের জন্য দুর্ভোগের অবসান ঘটাতে হবে।দুর্দশা... এই জ্ঞানকে বলা হয় দিব্যজ্ঞান ""
660302 - প্রবচন BG 02.07-11 - নিউ ইয়র্ক