BN/660729 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
পরবর্তী জন্মে আমি কি হবো তার কোনো নিশ্চয়তা নেই। সেটা আমার কর্মের উপর নির্ভরশীল কারণ সম্পূর্ণ দেহ জড়া প্রকৃতি প্রদত্ত। এটা আমার ইচ্ছেয় তৈরী নয়। প্রকৃতে ক্রিয়ামানানি গুণই কর্মাণি সর্বশ (ভ.গী. ৩.২৭)। তোমাকে এখানে কার্যনির্বাহের একটি সুযোগ দেওয়া হচ্ছে । কিন্তু তোমার কাজের উপর বিচার করে ঠিক হবে যে পরবর্তী জন্মে তুমি কি হবে । এটিই তোমার সমস্যা। এই জীবনের পঞ্চাশ, ষাট, সত্তর, অথবা একশো বছরকেই সবকিছু ভেবোনা। তুমি আসলে এক শরীর থেকে আর এক শরীরে দেহান্তর হওয়ার এক নিরন্তর জীবনে আছো। এটা চলছে। তোমার অবশ্যই এটা জানা উচিত। এখন এই এক শরীর থেকে আর এক শরীরে দেহান্তরিত হওয়ার ও জড় জগতের ত্রিতাপ ক্লেশ ভোগার যে অর্থহীন প্রক্রিয়া তা শেষ করার সুযোগ আছে। এই হচ্ছে সুযোগ।
660729 - প্রবচন ভ.গী. ০৪.১২-১৩- নিউ ইয়র্ক