BN/660809 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
শাস্ত্রে আমরা ভগবানের সাম্রাজ্যের ব্যাপারে জানতে পাই । যার নাম বৈকুন্ঠ।বৈকুন্ঠ অর্থাৎ বিগত - কুন্ঠা যত্ৰ । কুন্ঠা মানে উদ্বেগ । যে স্থানে কোনো কুন্ঠা নেই তার নাম বৈকুন্ঠ । সেইজন্য কৃষ্ণ বলেন যে নাহং তিষ্ঠামি বৈকুন্ঠে যোগিনাং হৃদয়েষু চ । " আমার প্রিয় নারদ, এরকম চিন্তা করোনা যে আমি শুধু আমার ধাম বৈকুন্ঠে অথবা যোগীদের হৃদয়েই থাকি । না " । তত্ তত্ তিষ্ঠামি নারদ যত্র গায়ন্তি মদ্ভক্তা। যেখানে আমার ভক্তেরা আমার মহিমা কীর্তন করে, আমি সেখানে থাকি। সেখানেই আমার অবস্থান ।
660809 - প্রবচন BG 04.20-24 - নিউ ইয়র্ক