BN/660831 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"অসুস্থ অবস্থায় আমরা যে খাবার গ্রহণ করি তা উপভোগ করতে পারি না। যখন আমরা সুস্থ থাকি তখন আমরা খাবারের স্বাদ উপভোগ করতে পারি। সুতরাং আমাদের নিরাময় করতে হবে। আমাদের নিরাময় করতে হবে। এবং কীভাবে নিরাময় করতে হবে? কৃষ্ণ ভাবনাময় আধ্যাত্মিক অবস্থানে থাকতে হবে।" এটি নিরাময়। সুতরাং কৃষ্ণ এখানে ইন্দ্রিয় তৃপ্তির তাগিদ সহ্য করতে পরামর্শ দেন। যতক্ষণ দেহ আছে, ইন্দ্রিয় তৃপ্তির জন্য তাগিদ থাকবে, তবে আমাদের জীবনকে এমনভাবে রূপ দিতে যাতে আমরা সহ্য করতে পারি।সহ্য করুন।এটি আমাদের আধ্যাত্মিক জীবনে আমাদের অগ্রগতি দেবে এবং আমরা যখন আধ্যাত্মিক জীবনে অবস্থান করি তখন সেই উপভোগ অনন্ত, অনন্তকালীন। সীমাহীন।”
660831 - প্রবচন BG 05.22-29 - নিউ ইয়র্ক