BN/660908 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

From Vanipedia

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
যে কোনো জিনিস দ্বারাই পরমেশ্বর কে সূচানো যায়। তুমি যা কিছু দেখছো, জড় অথবা জীব, ভৌতিক অথবা রাসায়নিক ইত্যাদি অনেক কিছুই আছে, তুমি তাদের অনেক নাম দিতে পারো। কিন্তু কোনো কিছুই পরমেশ্বর থেকে আলাদা নয়।
সবকিছুর সঙ্গে ভগবান সংযুক্ত হয়ে আছেন। ঈসাবস্যাম ঈদম  সর্বম (ঈশোপনিষদ ১) । ঠিক যেরকম ভগবদ্ গীতায় আমরা পাই, যেন সর্বম ইদম ততম : যা সমস্ত শরীরে পরিব্যাপ্ত , সেটাই তুমি। এটা হচ্ছে ব্যক্তিগত বা স্বতন্ত্র চেতনা। আমি আমার সমস্ত শরীর জুড়ে ব্যাপ্ত । ঠিক তেমন আর একটি সর্বোচ্চ চেতনা আছে। যিনি সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে পরিব্যাপ্ত , সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে। এটা হচ্ছে ভগবানের শক্তির এক ক্ষুদ্র প্রকাশ, অতি ক্ষুদ্র। 
660908 - প্রবচন Maha-mantra - নিউ ইয়র্ক