BN/660916 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
যিনি ভক্তি জীবন গ্রহণ করেন, তাঁর কখনো বিনাশ হয়না। তিনি কখনো ধ্বংস হন না। অর্থাৎ পরবর্তী জীবনে তিনি আবার মনুষ্য শরীর প্রাপ্ত হন। যেহেতু তাঁকে আবার ভক্তি শুরু করতে হবে, এজন্য তিনি লক্ষ প্রাণী যোনিতে হারিয়ে যান না। ধরা হোক উনি বর্তমানে দশ শতাংশ কৃষ্ণ ভাবনাময় হয়েছেন। গতিকে এখন উনাকে এগারো শতাংশ থেকে আবার শুরু করতে হবে। আর এই শুরু করার জন্য, অর্থাৎ আমি বলতে চাইছি যে এগারো শতাংশ থেকে কৃষ্ণ ভাবনামৃত শুরু করার জন্য উনাকে মনুষ্য শরীর পেতে হবে। এর অর্থ হচ্ছে এই, যে, যদি কেউ কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেন, তাঁর পরবর্তী জীবনে মনুষ্য শরীর নিশ্চিত।
660916 - প্রবচন BG 06.40-42 - নিউ ইয়র্ক