BN/661009 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"এখন যখন চার প্রকারের মানুষ যারা ভগবানের কাছে আসেনা তাদের কথা বলা হচ্ছে। তার মানে যারা পাপী, মূঢ, নরাধম, এবং মায়ার প্রভাবে যাদের বুদ্ধি লোপ পেয়েছে এবং নাস্তিক। এসমস্ত মানুষদের ছাড়া, চার প্রকারের লোক যারা ভগবানের কাছে আসে,যেমন আর্ত, পীড়িত, জিজ্ঞাসু, অথার্থী। অথার্থী মানে গরিব। এবং জ্ঞানী মানে দার্শনিক। এখন, এই চার জনের মধ্যে, শ্রীকৃষ্ণ বলছেন তেষাং জ্ঞানী নিত্যযুক্ত একভক্তিবিশিষ্যতে: এই চারটি শ্রেণীর মধ্যে, যে দর্শনের দ্বারা ভগবানকে ভক্তিপূর্বক বোঝার চেষ্টা করছে,কৃষ্ণভাবনামৃত মাধ্যমে,তিনি বিশিষ্যতে। বিশিষ্যতে মানে তার বিশেষ যোগ্যতা ।
৬৬১০০৯ - প্রবচন ভগবদ গীতা ০৭ .১৫ -১৮ - নিউ ইয়র্ক