BN/661026 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আত্মা এখন সূক্ষ্ম শরীর আর স্থূল শরীর দ্বারা আবৃত। যখন স্থূল শরীর কাজ করে না ․․․․ঠিক যেমন রাত্রিবেলা ওই স্থূল দেহ শায়িত থাকে , কিন্তু সূক্ষ্ম শরীর - মন কাজ করে। তাই তুমি সপ্ন দেখ। তখন সূক্ষ্ম দেহ কাজ করে। তাই তুমি যখন এই দেহটি ত্যাগ কর , তখন তোমার সূক্ষ্ম দেহ - মন ,বুদ্ধি , তা তোমাকে বহণ করে নিয়ে চলে অতি সূক্ষ্মভাবে। ঠিক যেমন বাতাস গন্ধ বহণ করে। যদি কিছু গোলাপ গাছের ওপর দিয়ে বাতাস চলাচল করে , বাতাস গোলাপের মতো সুগন্ধি হয়ে যায়। সেখানে কোনো গোলাপ নেই ,তবে সুগন্ধটি আছে। সেই ভাবে , তোমার মানসিকতার স্বাদ , তোমার উপলব্ধির স্বাদ বাহিত হয়। সেটি হল সূক্ষ্ম দেহ। সেই অনুযায়ী তুমি স্থূল দেহ পাবে। সুতরাং , মৃত্যুর সময় , এই পরীক্ষাটিই নেওয়া হয় , যে কৃষ্ণ ভাবনাময়ে একজন কতটা উন্নত।"
৬৬১০২৬ - প্রবচন শ্রীমদ্ভগবতগীতা ০৮/০৫- নিউ ইয়র্ক