BN/661104 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর বক্তব্য এই যে যেহেতু এই সকল বৈদিক উপদেশ,ত্যাগ ,এগুলি এ যুগে সম্পাদিত করা সম্ভব নয় ․․․এগুলি খুবই কঠিন। আর কোনো বিশেষজ্ঞ পন্ডিতও নেই যিনি ওই সকল অনুষ্ঠান এবং আচার-বিধি সম্পাদন করবেন। তাই , এই হরেকৃষ্ণ মহামন্ত্র গ্রহণ কর। এটিকে গ্রহণ কর। কোনো আচার-বিধির প্রয়োজন নেই। কোনো খরচাও নেই। কেবলমাত্র , ভগবান তোমাকে জিহ্বা দিয়েছেন , আর ভগবান তোমাকে কান দিয়েছেন। শুধু জপ্ করতে থাকো : হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ ,কৃষ্ণ কৃষ্ণ , হরে হরে / হরে রাম,হরে রাম , রাম রাম , হরে হরে , আর এটি তোমার আধ্যাত্মিক উন্নতি পরিপূর্ণ করবে।"
৬৬১১০৪ - প্রবচন গোবর্ধন পূজা উৎসব - নিউ ইয়র্ক