BN/661205 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"জীবাত্মা হচ্ছে শ্রীকৃষ্ণের নিত্যসেবক। তাই একজনকে তার প্রভুর প্রকৃতি সম্বন্ধে জানা উচিত যাতে করে তার সেবা মনোভাব, তার ভালোবাসা আরো অন্তরঙ্গ হয়। ধর আমি এক জায়গায় সেবা করছি। আমি একজন প্রভুর সেবায় নিয়োজিত, কিন্তু আমি জানি না আমার প্রভু কত বিশাল। কিন্তু যখন আমি আমার প্রভুর প্রভাব, প্রতিপত্তি এবং মহানুভবতা সম্পর্কে জানতে পারব, তখন আমি তার প্রতি আরো বেশী করে আকৃষ্ট হব: "ওহ্ আমার প্রভু কত মহান।" কাজেই ভগবান মহান এবং তাঁর সঙ্গে আমার একটি সম্পর্কে রয়েছে শুধুমাত্র এইটুকু জানাই যথেষ্ট নয়। আমাদেরকে জানতে হবে যে তিনি কত মহান। অবশ্যই, তুমি তা পরিমাপ করতে পারবে না। কিন্তু যতটুকু সম্ভব তাঁর বিশালতা সম্পর্কে আমাদের জানা উচিত।"
৬৬১২০৫ - প্রবচন চৈ.চ. মধ্য ২০.১৫২-১৫৪ - নিউ ইয়র্ক