BN/661210 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আমরা সকলেই নিয়ন্ত্রক হওয়ার চেষ্টা করছি। প্রত্যেকেই চেষ্টা করছে। ভোক্তা। "আমি হব......" প্রতিযোগিতা চলছেই। ধর তুমি এক হাজার শ্রমিক বা অফিস কর্মকর্তাকে নিয়ন্ত্রণ কর বা তুমি তাদের প্রভু। তোমার অফিস অনেক বড়। কিন্তু আমি আমার অফিসকে তোমারটা থেকেও অনেক বড় বানাতে চাই। তাই আমি তোমার থেকেও আরো বড় প্রভু হতে চাই। এই হচ্ছে আমাদের প্রতিযোগিতা। আর তা চলছেই। কিন্তু প্রকৃতপক্ষে আমরা কেউই প্রভু নই। আমরা সকলেই নিয়ন্ত্রিত। আর যেহেতু আমরা জানিনা যে, 'আমি কখনো প্রভু হতে পারিনা,' তাই আমি মায়ার মধ্যে আছি। আসল প্রভু বা নিয়ন্ত্রক হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ।"
৬৬১২১০ - শ্রীমদ্ভগবদ্গীতা প্রবচন ০৯.২৩-২৪ - নিউ ইয়র্ক