BN/661211b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আমরা এই চোখ বা ইন্দ্রিয়গুলোকে বিশ্বাস করতে পারিনা। আমাদেরকে কর্তৃপক্ষের নিকট থেকে নির্ভুল জ্ঞানের তথ্য সংগ্রহ করতে হবে। এটি হচ্ছে বৈদিক পন্থা। কিন্তু যারা তাদের ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়সমূহের দ্বারা ভগবান বা পরমসত্যকে দর্শন করতে চায়, তারা বলে ভগবান নির্বিশেষ। তারা ভ্রান্ত। এটা হচ্ছে ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের উপলব্ধি। নির্ভুলভাবে, যথাযথ দৃষ্টিতে, পূর্ণাঙ্গ দৃষ্টিতে ভগবান হচ্ছেন একজন ব্যক্তি।"
৬৬১২১১ - প্রবচন চৈ.চ. মধ্য ২০.১৫৬-১৬ - নিউ ইয়র্ক