BN/661219 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
" তো এখানে বলা হচ্ছে , শ্রীকৃষ্ণ বলছেন , শুভাশুভফলৈরেবং মোক্ষ্যসে (ভগবদ গীতা ৯ .২৮ ): যদি তুমি সমস্ত কার্য কৃষ্ণভাবমৃতে নিয়োজিত করো, তাহলে সমস্ত কর্মের ফল থেকে তুমি মুক্তি পাবে , ভালো বা খারাপ। " চিন্ময়। কারণ কৃষ্ণভাবনামৃতে তুমি কোন কর্মের ফল পাবে না ভবিষ্যতে। তোমার অবস্থান চিন্ময় হবে। তুমি ভগবদ্ধামে স্থানান্তরিত হবে। তাই তুমি সব কর্মের ফল থেকে মুক্তি পাবে। "
৬৬১২১৯ - প্রবচন ভগবদ গীতা ০৯ .২৭ -২৯ - নিউ ইয়র্ক