BN/661225 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
সমস্ত বৈদিক শাস্ত্রে একই কথা বলা হয়েছে। বেদৈশ্চ সর্বৈরহমেব বেদ্যো (ভগবদ্গীতা ১৫.১৫)। চূড়ান্ত লক্ষ্য , সর্বশেষ লক্ষবস্তু হচ্ছেন কৃষ্ণ। সেইজন্য ভাগবদ্গীতায় বলা হয়েছে যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ (ভগবদ্গীতা১৮.৬৬)। শ্রীমদ্ভাগবত বলে, অকাম সর্বকাম বা ( শ্রীমদ্ভাগবত ২.৩.১০)। যদিও তুমি জড়জাগতিক আনন্দ চাইছো, তা হলেও তোমার কৃষ্ণের কাছেই যাওয়া উচিত। আর কৃষ্ণও এখানে নিশ্চিত করছেন মামনন্যভাক সাধুরেব স মন্তব্য ( ভগবদ্গীতা ৯.৩০)। অপি চেৎ সুদুরাচারো, ভগবানের কাছ থেকে কিছু চাওয়া উচিত নয়, কিন্তু তা সত্ত্বেও, কেউ কিছু চাইলে, তাকে অনুমোদন করা হয়, কেননা সে কৃষ্ণের কাছে এসেছে। এটি উল্লেখযোগ্য। এটিই তার সদগুণ। সে কৃষ্ণ ভাবনায় অবস্থিত আছে। সুতরাং কারো মধ্যে অনেক ত্রুটি থাকতে পারে, কিন্তু কেউ যখন কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়, তখন সবকিছু সুন্দর হয়ে যায়।
661225 - প্রবচন CC Madhya 20.337-353 - নিউ ইয়র্ক