BN/670107 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সুতরাং আমাদের পরমেস্বর ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। তাহলে সেটা কি করে হবে ? শ্রীচৈতন্য মহাপ্রভু এটা বোঝাচ্ছেন, যাকে বলে- সেবা করবার পদ্ধতি যার দ্বারা আমরা এই স্তরে আস্তে পারবো - যাকে বলে অভিদেয়। অভিদেয় মানে দায়িত্ব পালন করা, দায়িত্ব পালন করা অথবা বাধ্য বাধকতা - দায়িত্ব না ; বাধ্য বাধকতা। দায়িত্ব আমরা এড়িয়ে যেতে পারি, এবং আমরা ছাড় পেতে পারি, কিন্তু বাধ্য বাধকতা এড়াতে পারবোনা। বাধ্যতা মানে করতেই হবে। কারণ তোমাকে তা করতেই হবে, তুমি যদি না করো তাহলে বিপদে পরতে হবে।"

৬৭০১০৭ - প্রবচন চৈতন্য চরিতামৃত মধ্য লিখে ২২ .০৫ - নিউ ইয়র্ক

৬৭০১০৭ - প্রবচন চৈতন্য চরিতামৃত মধ্য লিখে ২২ .০৫ - নিউ ইয়র্ক