BN/670111 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

From Vanipedia

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"যারা প্রকৃতপক্ষে গম্ভীরতার সঙ্গে ভক্তি সহকারে কৃষ্ণভাবনাময় সেবায় যুক্ত, তাঁরা কখনও অজ্ঞানতায় থাকেন না। ভাগবদ্গীতায় ভগবান বলছেন যে, তেষাং সাততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম্। দদামি বুদ্ধিযোগং তং যেন মামুপযান্তি তে।। (শ্রীমদ্ভগবদগীতা ১০.১০)। যারা শ্রীকৃষ্ণের প্রতি দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত তাদের কাছে সমস্ত জ্ঞান অন্তর থেকে প্রকাশিত হয়, কারণ কৃষ্ণ আমাদের অন্তরে রয়েছেন। সুতরাং একজন ব্যক্তি যিনি গম্ভীরতার সঙ্গে কৃষ্ণভাবনার অনুশীলন করছেন, তিনি কখনো অজ্ঞানতায় থাকেন না।"
৬৭০১১১ - প্রবচন শ্রীচৈতন্য চরিতামৃত মাধ্যলীলা ২২.২১-২৮ - নিউ ইয়র্ক