BN/670120 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"শ্রীচৈতন্য মহাপ্রভুর এটা বৈশিষ্ট্য ছিল যে তিনি খুব সাবলীল যুক্তি দিতেন আর তাঁর প্রতিপক্ষকে এইভাবে পরাস্ত করতেন যে তারা সবসময় সন্তুষ্ট হতেন। তারা বিদ্বেষ ভাবাপন্ন ছিলেন না। মহাপ্রভু শাস্ত্র প্রমান থেকে বলতেন। এইরকম না যে তিনি বলপূর্বক কোনো সিদ্ধান্ত স্বীকার করাতেন। তিনি শাস্ত্র থেকে ন্যায়সঙ্গত যুক্তি ও প্রমাণ পেশ করতেন। সর্ব শাস্ত্র খণ্ডি প্রভু ভক্তি করে সার। আর এর মধ্যে সবচাইতে সুন্দর ছিল যে তিনি ভক্তিমূলক সেবার বিপরীতে থাকা সব যুক্তির খণ্ডন করতেন। তিনি শুধু এটি প্রতিষ্ঠা করতেন যে," ভগবান হচ্ছেন মহান, আর আমাদের কাজ হচ্ছে তাঁর সেবা করা।"
৬৭০১২০ - প্রবচন শ্রীচৈতন্য চরিতামৃত মাধ্যলীলা ২৫.১৯ -৩০ - সান ফ্রান্সিস্কো