BN/670121 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম (শ্রীচৈতন্য চরিতামৃত আদিলীলা ১৭.২১)। তার মানে,"এই যুগে আত্মউপলব্ধির জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে/হরে রাম হরে রাম রাম রাম হরে হরে, এই জপ ব্যাতিত আর অন্য কোনো বিকল্প নেই"।হরের নাম মানে ভগবানের পবিত্র নাম। ভগবান এত করুণাময়, যে বর্তমানের এই অধঃপতিত যুগের কথা চিন্তা করে উনি নিজেকে শব্দের মাধ্যমে প্রকাশ করেছেন। শব্দ স্পন্দন, যা কিনা প্রত্যেকেই নিজের জিব্হার দ্বারা সৃষ্টি করতে পারেন ও শ্রবণ করতে পারেন। আর ভগবান ওই শব্দে উপস্থিত থাকেন।"
৬৭০১২১ - প্রবচন শ্রীচৈতন্য চরিতামৃত মধ্যলীলা ২৫.২৯ - সান ফ্রান্সিস্কো