BN/670124 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"ঠিক যেমন কিছু কিছু নীতিবাদীরা বলেন," ভগবানের কি প্রয়োজন,ভগবান.. হরে কৃষ্ণ? শুধু নিজের কর্তব্য যাও।" কিন্তু সে জানেনা যে তার কর্তব্য কি। একমাত্র কাজ হচ্ছে ভগবানের সেবা ক, এরচেয়ে বেশি কিছু না।সেটাই হচ্ছে কর্তব্য। এছাড়া অন্য সব কর্তব্যই হচ্ছে মায়া কর্তৃক রচিত। আর অন্য কোনো কর্তব্য নেই। কারণ এই কাজ (ভগবানের সেবা) করার জন্যই মনুষ্য জীবন দেওয়া হয়েছে। পশুরা এটা করতে পারেনা। শুধু মানুষই পারে। সুতরাং আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানকে জানা ও সেইমতে নিজেকে নিযুক্ত করা."
৬৭০১২৪ - প্রবচন শ্রীচৈতন্য চরিতামৃত মধ্যলীলা ২৫.৪০-৫০ - সান ফ্রান্সিস্কো