BN/670223 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো

From Vanipedia

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সুতরাং ওরা বলতে পারে যে এই সময়ে কোন রেলগাড়িটি কোথায় আছে। রেলগাড়ির গতিবিধির সঙ্গে নিয়ন্ত্রক আলোটিও অবস্থান পরিবর্তন করে। যদি তুমি নিজস্ব উপায়ে বিভিন্ন শক্তির উদ্ভাবন করতে পারো যেমন আধুনিক জড় সভ্যতায় মানুষেরা শক্তির বিভিন্ন প্রকাশ উদ্ভাবন করছে যন্ত্র, বৈদ্যুতিন সংক্রান্ত পদার্থবিদ্যার মাধ্যমে। অনেক জিনিস তারা একস্থান থেকে পরিচালনা করছে। যদি এটা জড়বিদ্যায় সম্ভব হয় তাহলে অধ্যাত্মবিদ্যায় কেন সম্ভব হবেনা? অধ্যাত্মবিদ্যা জড়বিদ্যার থেকেও সূক্ষ্ম।"
৬৭০২২৩ - প্রবচন শ্রীচৈতন্য চরিতামৃত আদিলীলা ০৭.১১৩-১৭ - সান ফ্রান্সিস্কো