BN/670415 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"ধর্মাবিরুদ্ধো কামোহস্মি অহম (শ্রীমদ্ভগবদ্গীতা ৭.১১): "কামাচরণ, যা ধর্মের দ্বারা অনুমোদিত, তা আমি।" সেই ধর্ম স্বীকৃতিপ্রাপ্ত কাম হচ্ছেন শ্রীকৃষ্ণ। হ্যাঁ, কামবাসনা পূর্ণ করা যায়, তবে তার মানে এই নয় যে আমরা কুকুর বেড়ালের মতো স্বাধীন। কুকুর বেড়ালের এইরূপ স্বাধীনতা আছে যে তারা পথিমধ্যেই যৌনসংসর্গ স্থাপন করতে পারে। তোমার সেই স্বাধীনতা নেই। তোমাকে তার জন্য একটি বৈঠকখানা অথবা একটি কক্ষ খুঁজে নিতে হবে। সুতরাং, তোমরাও কি সেই স্বাধীনতা চাও? এইরকম স্বাধীনতা প্রকৃতপক্ষে স্বাধীনতা নয়। এইজন্য বৈদিক সাহিত্য আমাদের নির্দেশ দেয় যে, যদি তুমি যৌন জীবনের আকাঙ্খা রাখ, তাহলে গৃহস্থ জীবন অবলম্বন কর। তুমি একজন সতী রমণীর পাণিগ্রহণ কর, আর এরপরে তোমার কিছু মহৎ দায়িত্ব থাকবে। এই যৌন জীবনের ছাড় এইজন্যই দেওয়া হয় যাতে তুমি সবাইকে সেবা করতে পারো। সেটাই হচ্ছে দায়িত্ব।"
                  
৬৭০৪১৫ - প্রবচন শ্রীচৈতন্য চরিতামৃত আদিলীলা ০৭.১০৮-১০৯ - নিউ ইয়র্ক