BN/680108 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
From Vanipedia
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"কৃষ্ণ অর্থাৎ ভগবান। যদি তোমার ভগবানের অন্য কোনো নাম জানা থাকে, তাহলে তুমি সেটাও জপ করতে পারো। এমন নয় যে তোমাকে কৃষ্ণ নামেরই জপ করতে হবে। তবে, কৃষ্ণ হচ্ছেন ভগবান। কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে 'সর্ব আকর্ষক'. কৃষ্ণ তাঁর রূপের মাধ্যমে সর্বাকর্ষক, তিনি তাঁর শক্তির দিক দিয়ে সর্বাকর্ষক, তাঁর দর্শনের মাধ্যমেও তিনি সর্বাকর্ষক। তাঁর বৈরাগ্য ও খ্যাতি সর্বাকর্ষক। পাঁচ হাজার বছর পূর্বে কৃষ্ণ এই ভগবদগীতা বলেছিলেন যা এখনো সাবলীল। তিনি এতো বিখ্যাত।"
|
৬৮০১০৮ - প্রবচন শ্রীচৈতন্য চরিতামৃত মাধ্যলীলা ০৬.২৫৪ - লস্ এঞ্জেলেস্ |