BN/680112 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"শ্রীমদ্ভাগবতে এটা নির্দেশ দেওয়া হয়েছে যে, তস্মাৎ গুরুম প্রপদ্যয়েৎ(শ্রীমদ্ভাগবত ১১.৩.২১)"আধ্যাত্মিক গুরুর কাছে শরণাগত হওয়া কর্তব্য।" তস্মাৎ গুরুম প্রপদ্যয়েৎ জিজ্ঞাসু। শরণাগত কে হবে? যিনি পরমেশ্বর সম্বন্ধে জানতে খুবই অনুসন্ধিৎসু, যে, "ভগবান কে?"। উদাহরণ স্বরূপে, "ভগবান কে?" "আমি কে?"। সুতরাং যদি কেউ এই ব্যাপারগুলো জানতে গভীরভাবে অনুসন্ধিৎসু না হন, তাহলে তার আধ্যাত্মিক গুরুর কোনো প্রয়োজনীয়তা নেই।"
৬৮০১১২ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০১.০৫.০৪ - লস্‌ এঞ্জেলেস্‌