BN/680310b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো
From Vanipedia
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"কলিযুগ খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এবং যেখানেই কলিযুগ খুব প্রবল, সেখানে এই চারটি বিষয় অত্যন্ত উল্লেখযোগ্য: অনিয়ন্ত্রিত যৌনজীবন, জুয়া, মাংসাহার ও নেশা। লোকেরা যখন এইসমস্ত বাজে আচরণে অভস্ত্য হয়ে যায়, তখন তারা ভাবে," ওহ, এখানে ভুলের তো কিছুই নাই!" কিন্তু এটি মানব সভ্যতার সবচেয়ে ঘৃণ্য অঙ্গ। এই চারটি বিষয় নিয়ে যে কেউ লিপ্ত হচ্ছে, তারা ভাবতেও পারেনা যে তারা কোথায় আছে এবং কিভাবে এই বদ্ধ জীবন থেকে তারা উদ্ধার পাবে,তা তারা জানেনা। সুতরাং এটি হচ্ছে পবিত্রকরণ প্রক্রিয়া।" |
৬৮০৩১০ - দীক্ষা প্রবচন - সান ফ্রান্সিস্কো |