BN/680323b প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"যারা খুব বেশি কামুক, তাদের এই গ্রহেই থাকতে হয়। এই গ্রহমণ্ডলে থাকার, যোগ্যতা। এই পৃথিবীর মতো আরও অনেক গ্রহ রয়েছে। তাই তাদের এখানে বাস করার অনুমতি দেওয়া হয়েছে। এখানে সমস্ত জীব, তারা খুব কামুক। অধো গচ্ছন্তি তামাসাঃ (শ্রীমদ্ভগবদ্গীতা ১৪/১৮)। এবং অন্যান্য গ্রহ রয়েছে, তারা এই পৃথিবী গ্রহের নীচে অন্ধকারময়, অন্ধকারময় গ্রহ। এবং প্রাণীরা, তারা অন্ধকারে রয়েছে। যদিও তারা এই উদ্যানে আছে, তবে তারা জানে না যে তারা কোথায়, অন্ধকার। তাদের জ্ঞান বিকশিত নয়। এটি তমোগুনের প্রভাবের ফলাফল। এবং যাঁরা কৃষ্ণ ভাবনাময়, তারা না অন্ধকারে, না কামেচ্ছার বশীভূত, এবং না তারা সত্ত্বগুণেও থাকে। তারা এইসবের ঊর্ধ্বে। সুতরাং কেউ যদি সুন্দরভাবে কৃষ্ণভাবনামৃতের অনুশীলন করে তবে সে একবারে কৃষ্ণলোকে উন্নীত হয়। সেটাই প্রয়োজন।"
৬৮০৩২৩ - প্রাতঃ ভ্রমণ - সান ফ্রান্সিস্কো