BN/680504 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোস্টন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"এই মনুষ্যজীবনরূপ মূল্যবান সম্পদ কেবল শুয়োর-কুকুরের মতো অপচয়ের জন্য নয়। আমাদের যথেষ্ট দায়িত্ব রয়েছে। আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হচ্ছে, আর এই মনুষ্যদেহটি হচ্ছে শ্রীশ্রী রাধাকৃষ্ণের দিব্য আনন্দময় চিন্ময় স্তরে প্রবেশ করার প্রস্তুতি গ্রহণের একমাত্র উপযুক্ত শরীর। তোমরা আনন্দের অন্বেষণ করছ, কিন্তু কিভাবে সেই আনন্দ লাভ করতে হয় তা তোমরা জানো না। সেই আনন্দ লাভের উপায় এখানে দেওয়া হচ্ছেঃ তপো দিব্যম্‌। হে আমার পুত্রগণ, তোমাদেরকে তপস্যা সাধনের কিছু নির্দিষ্ট নিয়মনীতি অনুসরণ করতে হবে। দিব্যম্‌ অর্থাৎ পরম সত্যের সান্নিধ্যে দিব্য আনন্দলাভের উদ্দেশ্যে।"
৬৮০৫০৪ - প্রবচন শ্রীমদ্ভাগবত ৫/৫/১-৩ - বোস্টন