BN/680508 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোস্টন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"যদি কেউ খুব বুদ্ধিমান না হন তবে তিনি ভগবৎ ভাবনাভাবিত বা কৃষ্ণ ভাবনাভাবিত হতে পারবেন না। অতএব এই শব্দটি ব্যবহার করা হয়েছে, প্রজ্ঞ। প্রজ্ঞ অর্থাৎ ... প্র অর্থাৎ প্রকৃত রুপেণ, বিশেষভাবে। জ্ঞ, জ্ঞ অর্থাৎ বুদ্ধিমান মানুষ। সুতরাং ভগবৎ ধর্ম, সেই ভগবৎ ধর্ম কি? আমি তা ইতিমধ্যে ব্যাখ্যা করেছি। আমরা আবার পুনরাবৃত্তি করতে পারি। ভগবৎ ধর্ম অর্থাৎ ভগবানের সাথে আমাদের হারানো সম্পর্কের পুন:স্থাপন করা। সেটাই হলো ভগবৎ ধর্ম। "
৬৮০৫০৮ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭/০৬/০১ - বোস্টন